হাওড়া, 14 মে : হাওড়া পৌরনিগম এলাকায় তৈরি হতে চলেছে সেফ হোম । সিদ্ধান্ত পৌরপ্রশাসনিক মণ্ডলীর । হাওড়ায় কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করল হাওড়া পৌরনিগম । আজ হাওড়া পৌরনিগমের নবগঠিত পৌরপ্রশাসক মণ্ডলীর প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক হয় । বৈঠকে একাধিক সেফ হোম এবং একটি মাদার এন্ড চাইল্ড কেয়ার ইউনিট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয় ।
গতকালই রাজ্য সরকারের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের নির্দেশিকার প্রেক্ষিতে হাওড়া পৌর নিগম পরিচালনার ক্ষেত্রে পৌর প্রশাসকমণ্ডলী বসানো হয় । এই বোর্ডে হাওড়া শহরের পাঁচ জন বিধায়ক ছাড়াও প্রাক্তন মেয়র পরিষদ সদস্য এবং একজন সাংবাদিককে রাখা হয় । আজ হাওড়া পৌর নিগমের প্রধান কার্যালয়ে এই বোর্ডের প্রথম বৈঠক হয় । এই বৈঠকে বিধায়করা ছাড়াও উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান ও রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, জেলাশাসক মুক্তা আর্য, হাওড়া সিটি পুলিশের কমিশনার সি সুধাকার এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবানী দাস ।