পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Feb 10, 2020, 5:36 PM IST

ETV Bharat / state

হাওড়া জুটমিলে শ্রমিকদের সঙ্গে গোডাউনের মালিকের বচসা

কাজ হারিয়ে বিক্ষোভ শ্রমিকদের ৷ তাদের অভিযোগ, বারবার মালিকপক্ষের সঙ্গে বৈঠকে কোনও ফল হয়নি ৷

howrah jute mill
হাওড়া জুট মিলের গেটে অবস্থানরত শ্রমিকদের সঙ্গে গোডাউনের মালিকদের বচসা

হাওড়া, 10 ফেব্রুয়ারি: দীর্ঘ দু'মাস ধরে হাওড়া জুটমিল বন্ধ থাকায় কাজ হারিয়েছেন প্রায় তিন থেকে চার হাজার কর্মী৷ বহুবার বৈঠকের পরও কোনও সুরাহা না হওয়ায় গেটের সামনে বিক্ষোভ অবস্থানে বসেছেন কর্মীরা৷ আজ সকালে মালিকপক্ষ গেট খুলে মিলের ভেতরে ঢোকার চেষ্টা করলে বাধা দেন অবস্থানকারী শ্রমিকরা৷ সেই সময় দু'জনের মধ্যে বচসা হয়৷ ক্ষুব্ধ হয়ে পথ অবরোধে নামেন জুট মিলের ভিতরে ভাড়া নেওয়া মালিক ও তাঁর শ্রমিকরা৷ খবর পেয়ে ঘটনাস্থানে এসে অবরোধ তুলে দেয় শিবপুর থানার পুলিশ৷

হাওড়া জুট মিলের গেটে অবস্থানরত শ্রমিকদের সঙ্গে গোডাউনের মালিকদের বচসা

বিক্ষোভকারী এক শ্রমিক বলেন, "আমাদের গত দু'মাস ধরে কাজ নেই ৷ বারবার বৈঠক করার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়৷ আমাদের গোডাউন ভাড়া নেওয়া মালিক ও শ্রমিকদের সাথে কোনওরকম ঝামেলা নেই৷ আমরা জুটমিলের মালিকের উপরে চাপ সৃষ্টি করার জন্য গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেছি৷"

ABOUT THE AUTHOR

...view details