পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Prophet Remarks Row : স্বাভাবিক ছন্দে ফিরছে হাওড়া, শেষ চব্বিশ ঘণ্টায় নেই অশান্তির খবর - Howrah is returning to normal no unrest news in last 24 hours

ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হচ্ছে হাওড়ায় (Prophet Remarks Row) ৷ নতুন করে আর কোনও অশান্তির খবর পাওয়া যায়নি শেষ 24 ঘণ্টায় ৷ জায়গায় জায়গায় রয়েছে পুলিশ পিকেটিং ৷

howrah
হাওড়ার বর্তমান পরিস্থিতি

By

Published : Jun 12, 2022, 10:28 PM IST

হাওড়া, 12 জুন :72 ঘণ্টা পর আবার স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে হাওড়া শহর (Howrah is returning to normal no unrest news in last 24 hours)। স্বস্তির খবর এই যে, শেষ 24 ঘণ্টায় নতুন করে কোনও অশান্তির খবর নেই ৷

নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর আনন্দ কুমার ত্রিপাঠী রবিবার শহরের যে জায়গাগুলোতে বিগত দু'দিন ধরে অশান্তি হয়েছিল, সেগুলো পরিদর্শন করেন । উপস্থিত পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন । যাতে নতুন করে আর কোথাও অশান্তি দানা বাঁধতে না পারে তার জন্য পরিস্থিতি বোঝার চেষ্টা করেন ও সেইমতো কাজ করার নির্দেশ দেন ৷

আশা করা হচ্ছে তাঁর নেতৃত্বে হাওড়া শহরের শান্তি শৃঙ্খলার উন্নতি হতে পারে । গত 24 ঘণ্টায় নতুন করে কোনও অশান্তির খবরও আসেনি । পাশাপাশি এখনও পর্যন্ত অশান্তিতে মদত দেওয়ার জন্য 50 জনেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে । যারা অশান্তি করার জন্য গ্রেফতার হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেই হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর ।

আরও পড়ুন :Howrah Protest : হজরত মহম্মদের অপমানের প্রতিবাদে সাম্প্রদায়িক অস্থিরতায় বিপর্যস্ত হাওড়ার জনজীবন

প্রসঙ্গত, বিজেপি-র জাতীয় মুখপাত্র নূপুর শর্মার বক্তব্যে ইসলামের নবী মহম্মদের অপমান হওয়ায় বৃহস্পতিবার থেকেই প্রতিবাদে সামিল হয়েছেন মুসলিম ধর্মাবলম্বীরা । তাঁদের দাবি অবিলম্বে নূপুর শর্মাকে গ্রেফতার করে ফাঁসিতে ঝোলাতে হবে । বৃহস্পতিবার হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত 116 নম্বর জাতীয় সড়কের অঙ্কুরহাটির কাছে রাস্তায় লাগাতার প্রতিবাদ জানানো হয় । রাস্তায় পুলিশের গার্ড রেল দিয়ে ও কাঠের বাক্স ফেলে অবরোধ করে বিক্ষোভকারীরা ৷

হাওড়ায় কড়া পুলিশি প্রহরা, শেষ 24 ঘণ্টায় নেই নতুন কোনও অশান্তির খবর

বড়সড় অশান্তি আঁচ করে বৃহস্পতিবার রাতে হাওড়া সিটি পুলিশের তরফে জাতীয় সড়ক সংলগ্ন এলাকাগুলোতে 144 ধারা জারি করা হয় ৷ আগামী 15 জুন পর্যন্ত নির্দেশ কার্যকর রেখে যে কোনও রকম জমায়েতকে কড়া হাতে দমন করার সিদ্ধান্ত নেয় পুলিশ ৷ গুজব ঠেকাতে ইন্টারনেট পরিষেবা সাময়িক বন্ধ রাখার পাশাপাশি কোথাও পাঁচজনের বেশি মানুষ একত্রিত হলেই পুলিশ কর্মীরা তাঁদের সেখান থেকে সরিয়ে দিচ্ছেন ৷

আরও পড়ুন :Praveen Kumar Tripathi: দায়িত্ব নিয়েই হাওড়াবাসীর বিশ্বাস অর্জনের চেষ্টা কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠীর

ABOUT THE AUTHOR

...view details