হাওড়া, 12 জুন :72 ঘণ্টা পর আবার স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে হাওড়া শহর (Howrah is returning to normal no unrest news in last 24 hours)। স্বস্তির খবর এই যে, শেষ 24 ঘণ্টায় নতুন করে কোনও অশান্তির খবর নেই ৷
নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর আনন্দ কুমার ত্রিপাঠী রবিবার শহরের যে জায়গাগুলোতে বিগত দু'দিন ধরে অশান্তি হয়েছিল, সেগুলো পরিদর্শন করেন । উপস্থিত পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন । যাতে নতুন করে আর কোথাও অশান্তি দানা বাঁধতে না পারে তার জন্য পরিস্থিতি বোঝার চেষ্টা করেন ও সেইমতো কাজ করার নির্দেশ দেন ৷
আশা করা হচ্ছে তাঁর নেতৃত্বে হাওড়া শহরের শান্তি শৃঙ্খলার উন্নতি হতে পারে । গত 24 ঘণ্টায় নতুন করে কোনও অশান্তির খবরও আসেনি । পাশাপাশি এখনও পর্যন্ত অশান্তিতে মদত দেওয়ার জন্য 50 জনেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে । যারা অশান্তি করার জন্য গ্রেফতার হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেই হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর ।
আরও পড়ুন :Howrah Protest : হজরত মহম্মদের অপমানের প্রতিবাদে সাম্প্রদায়িক অস্থিরতায় বিপর্যস্ত হাওড়ার জনজীবন