হাওড়া, 10মে: রাজ্যে নতুন মন্ত্রিসভার মোট 43 জনের তালিকা প্রকাশিত হয়েছে । তার মধ্যে তিন জন হাওড়া জেলার । এর আগের মন্ত্রিসভাতে হাওড়া জেলায় মোট 3 জন পূর্ণ মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী ছিলেন । কিন্তু এ বারে আপাতত 3 জন মন্ত্রী নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে হাওড়াকে । পরবর্তীকালে এই সংখ্যা বাড়তে পারে বলে আশা রাখছে জেলার শাসক দল ।
সদ্য সমাপ্ত বিধানসভার নির্বাচনের ফলাফলে এই জেলাতে 16-0 করেছে শাসক দল । তাই এ বার এই জেলা থেকে গুরুত্বপূর্ণ দফতরের প্রাপ্তির আশা অনেকটাই বেশি বলে তৃণমূল সূত্রের খবর । এ বারের নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন হাওড়া মধ্য কেন্দ্রের বিধায়ক অরূপ রায়, উলুবেড়িয়ায় পূর্ব কেন্দ্রের বিধায়ক পুলক রায় । পাশাপাশি ক্রীড়া প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব নিতে চলেছেন শিবপুর কেন্দ্রের বিধায়ক মনোজ তিওয়ারি ।
পাশাপাশি গত মন্ত্রিসভার সদস্য থাকলেও এই মন্ত্রিসভাতে ঠাঁই হয়নি উলুবেড়িয়ায় উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাঝির । তৃণমূল সূত্রে খবর, ডোমজুড় কেন্দ্রে বিজেপির হেভিওয়েট প্রার্থী ও দলবদল করা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে 40 হাজারেরও বেশি ভোটে হারিয়ে মন্ত্রিত্বের দাবিদার ওই কেন্দ্রের জয়ী বিধায়ক কল্যাণ ঘোষ ।