হাওড়া, 9 জানুয়ারি:ইংরেজি নতুন বছরের শুরুতেই রাজ্যে চালিয়ে ব্যাটিং শুরু করেছে শীত ৷ তাঁর সঙ্গে জাঁকিয়ে পড়ছে কুয়াশা (Heavy Fog)। আর কুয়াশার জেরে জেরবার অবস্থা রাস্তাঘাটে (Trains Delayed Due to Fog)। একদিকে দৃশ্যমানতা কমেছে ৷ ফলে দুর্ঘটনার আশঙ্কা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে হাওড়া শহরে (Howrah News)। আর এই ঘন কুয়াশা প্রভাব ফেলেছে সড়ক থেকে রেল পরিবহণ ব্যবস্থার উপরেও ।
হাওড়া শহরে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে এসেছে । তার জেরে হাওড়া-শিয়ালদহ শাখাতে দিল্লিগামী ট্রেন 5-7 ঘণ্টা দেরিতে চলছে বলে জানা যাচ্ছে রেল সূত্রে । পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের দুই শাখাতেই এই ঘন কুয়াশার প্রভাব পড়েছে । রেল সূত্রে খবর, দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে 29টি ট্রেন দেরিতে চলছে । বিশেষ করে দিল্লিগামী ট্রেন, যেগুলি হাওড়া ও শিয়ালদহ থেকে রওনা দেয়, ওই ট্রেনগুলির যাত্রীদের যথেষ্টই ভোগন্তির মুখে পড়তে হচ্ছে ।
পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে, শিয়ালদহ থেকে রাজধানী এক্সপ্রেস 5 ঘণ্টা ও হাওড়া থেকে রাজধানী 4 ঘণ্টা দেরিতে চলছে । একই হাল রাজধানীগামী পূর্বা এক্সপ্রেসের ৷ এটি 7 ঘণ্টার মতো দেরিতে চলার খবর পাওয়া যাচ্ছে । একইভাবে দিল্লি থেকে হাওড়া ও শিয়ালদহমুখী দূরপাল্লার ট্রেনগুলিও দেরিতে চলছে । কুয়াশার কারণে বিলম্বিত হওয়া ট্রেনের জন্য যাত্রীদের হয়রানিও বাড়ছে । যদিও আলিপুর হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, এই পরিস্থিতি আরও বেশ কয়েকদিন চলবে রাজ্যে । যদিও এ বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, উত্তর ভারত-সহ দিল্লিগামী সব ট্রেনই কুয়াশার জন্য বিলম্বিত হচ্ছে । এই রাজ্যে কুয়াশার দাপট উত্তর ভারতের তুলনায় কম । তাই দৃশ্যমানতা ঠিক থাকলে সঠিক সময়ে চলছে পূর্ব রেলের একাধিক দূরপাল্লার ট্রেন । তবে যে দিন দৃশ্যমানতা কম থাকছে সে দিন উত্তর ভারত ও দিল্লিগামী রাজধানী, দুরন্ত-সহ সব দূরপাল্লার ট্রেন দেরিতে চলছে । কুয়াশার পরিস্থিতি উন্নত হলে ফের সঠিকভাবে পরিষেবা পাবেন যাত্রীরা ।