হাওড়া, 17 নভেম্বর : সভাপতিকে বহিষ্কারের ঘটনায় মনঃক্ষুন্ন ৷ আবারও ভাঙন হাওড়া জেলা সদর বিজেপি'তে ৷ সভাপতি সুরজিৎ সাহাকে বহিষ্কারের ঘটনার পর ইস্তফা দিলেন সদর বিজেপির জেলা সম্পাদক বিমল প্রসাদ। বুধবার একটি অডিও বার্তায় হাওড়া সদর জেলা সম্পদক বিমল সিং জানান যেভাবে অনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সুরজিৎ সাহাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, সেই ঘটনার প্রতিবাদ জানিয়েই সম্পাদক পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি।
জেলা সদর বিজেপির সাধারণ সম্পাদক ছাড়াও জেলার নির্বাচনী ও সাংগঠনিক মিডিয়া কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করতেন বিমল প্রসাদ। তাঁর ইস্তফার পর স্বভাবতই হাওড়া জেলা সদর বিজেপির মধ্যে আরও ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। কারণ প্রাক্তন জেলা সভাপতির বহিষ্কারকে কেন্দ্র করে দলের কর্মীদের মধ্যেই তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। অনেকে প্রকাশ্যে রাজ্য নেতৃত্বের উপরে ক্ষোভ ব্যক্ত করছেন। বিমল প্রসাদ পূর্বে বামপন্থী রাজনীতিতে হাওড়ার সাংসদ লগন সিংয়ের খুব ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন।