পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোভিডের দ্বিতীয় ঢেউ আটকাতে সতর্ক হচ্ছে হাওড়া জেলা প্রশাসন - Howrah

সংক্রমণ রুখতে প্রতিটি থানা এলাকায় বৈঠক করা হচ্ছে । আজ বাজারও দোকান কমিটি, বিভিন্ন মসজিদ ও মন্দির কমিটি-সহ ক্লাব ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে থানার ওসিরা বৈঠক করেন । বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে তাদের ।

হাওড়া পুরসভা
হাওড়া পুরসভা

By

Published : Apr 16, 2021, 10:16 PM IST

হাওড়া, 16 এপ্রিল : দ্বিতীয় দফায় কোভিডের ঢেউ আছড়ে পড়তেই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন । গোটা জেলায় আক্রান্তের সংখ্যা প্রায় 2600 জন । এর মধ্যে হাওড়া পুর এলাকায় প্রায় 1400 জন আক্রান্ত । পুর এলাকায় 36 নম্বর ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক । একশোর বেশি মানুষ এই ওয়ার্ডে কোভিড পজিটিভ ।

সংক্রমণ রুখতে প্রতিটি থানা এলাকায় বৈঠক করা হচ্ছে । আজ বাজার ও দোকান কমিটি, বিভিন্ন মসজিদ ও মন্দির কমিটি-সহ ক্লাব ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে থানার ওসিরা বৈঠক করেন । বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে তাদের । বলা হয়েছে মাস্ক ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না কোথাও । স্যানিটাইজার ব্যবহার করতে হবে । বাজার ও দোকান মালিকদের ডোর টু ডোর মার্কেটিং ও অন লাইন মার্কেটিং-এর ওপর জোর দিতে বলা হয়েছে । টাকা আদান প্রদানের ক্ষেত্রেও অনলাইন প্রযুক্তি ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে জেলার পুলিশ কতৃপক্ষের তরফ থেকে ।

বাজার ও দোকান কমিটি, মসজিদ ও মন্দির কমিটি সহ ক্লাব ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক ওসির

হাওড়া পুরসভা সূত্রে জানানো হয়েছে যে, এই মুহূর্তে কোনও কন্টেনমেন্ট জোন আলাদা করে করার পরিকল্পনা নেওয়া হয়নি । তবে কোনও বাড়ি কিংবা ফ্ল্যাটের কোনও বাসিন্দা আক্রান্ত হলে সেখানে নজরদারি চালানো হচ্ছে ৷ স্যানিটাইজ করা হচ্ছে । হাওড়া শহরে সত্যবালা আই ডি, টি এল জয়সওয়াল ও বাল্টিকুড়ি ই এস আই এই তিনটি হাসপাতালে চলছে কোভিড আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা । তবে আগামী দিনে আরও কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে । পাশাপাশি ভ্যাকসিন যাতে সবাই নিতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন হাওড়া পুরসভা কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন :সম্পত্তি নিয়ে বিবাদের জেরে কাকিমাকে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে

ABOUT THE AUTHOR

...view details