হাওড়া, 14 সেপ্টেম্বর : বাম ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযান চলাকালীন গ্রেপ্তার 23 জন আন্দোলনকারীর জামিন খারিজ করল হাওড়া আদালত ৷ সেই সঙ্গে ধৃতদের আরও দু'দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷
গতকাল বাম ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযানে ধৃত 23 জন আন্দোলনকারীকে হাওড়া আদালতে তোলা হয় ৷ বাম ছাত্র-যুব সংগঠনের আইনজীবী ধৃতদের জামিনের আবেদন করেন ৷ কিন্তু সরকারপক্ষের আইনজীবী সেই জামিনের বিরোধিতা করেন ৷ বিচারক ধৃতদের জামিনের আবেদন নামঞ্জুর করে দু'দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ৷ তাঁদের আগামী সোমবার ফের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক ৷ ধৃত 23 জনের বিরুদ্ধে 147, 148, 149, 153, 186, 332, 333, 353, 379 ও 427 সহ আরও কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ এদিকে তাঁদের সমর্থনে শতাধিক বাম ছাত্র-যুব সংগঠনের সদস্য আদালতে ভিড় জমান ৷ তাঁরা পুলিশ প্রশাসন ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেন ৷