পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নবান্ন অভিযানে ধৃতদের দু'দিনের জেল হেপাজত - Howrah Court orders two days jail custody to SFI and DYFI members

বাম ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযানে ধৃত 23 জন আন্দোলনকারীকে আজ হাওড়া আদালতে তোলা হয় ৷ বাম ছাত্র-যুব সংগঠনের আইনজীবী ধৃতদের জামিনের আবেদন করেন ৷ কিন্তু সরকারপক্ষের আইনজীবী সেই জামিনের বিরোধিতা করেন ৷ বিচারক ধৃতদের জামিনের আবেদন নামঞ্জুর করে দু'দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ৷

আদালত চত্বরে বাম ছাত্র যুবদের বিক্ষোভ

By

Published : Sep 14, 2019, 5:47 PM IST

Updated : Sep 14, 2019, 6:39 PM IST

হাওড়া, 14 সেপ্টেম্বর : বাম ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযান চলাকালীন গ্রেপ্তার 23 জন আন্দোলনকারীর জামিন খারিজ করল হাওড়া আদালত ৷ সেই সঙ্গে ধৃতদের আরও দু'দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷

গতকাল বাম ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযানে ধৃত 23 জন আন্দোলনকারীকে হাওড়া আদালতে তোলা হয় ৷ বাম ছাত্র-যুব সংগঠনের আইনজীবী ধৃতদের জামিনের আবেদন করেন ৷ কিন্তু সরকারপক্ষের আইনজীবী সেই জামিনের বিরোধিতা করেন ৷ বিচারক ধৃতদের জামিনের আবেদন নামঞ্জুর করে দু'দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ৷ তাঁদের আগামী সোমবার ফের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক ৷ ধৃত 23 জনের বিরুদ্ধে 147, 148, 149, 153, 186, 332, 333, 353, 379 ও 427 সহ আরও কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ এদিকে তাঁদের সমর্থনে শতাধিক বাম ছাত্র-যুব সংগঠনের সদস্য আদালতে ভিড় জমান ৷ তাঁরা পুলিশ প্রশাসন ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেন ৷

আরও পড়ুন : বাম ছাত্র ও যুবর নবান্ন অভিযানে ঘিরে অশান্তি, জলকামান-কাঁদানে গ্যাস

শুনুন বাম ছাত্র-যুব সংগঠনের নেতার বক্তব্য

উল্লেখ্য, গতকাল একাধিক দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বাম ছাত্র ও যুব সংগঠন SFI ও DYFI ৷ সেই অভিযানকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে হাওড়ার বঙ্গবাসী মোড় ৷ দফায় দফায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাধে ৷ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ ৷ পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টি হয়৷ বিক্ষোভকারীদের হটাতে জলকামান ও কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ । জখম হন কয়েকজন বামকর্মী ও পুলিশ ৷ মারধর করা হয় স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদেরও৷ এই ঘটনায় পুলিশ 23 জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করে ৷

Last Updated : Sep 14, 2019, 6:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details