পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Unconventional Electricity : রাজ্য়ে প্রথম অপ্রচলিত বিদ্যুতের ব্যবহার হাওড়া সিটি পুলিশের সদর দফতরে - Solar panel installed at Howrah City Police Headquarter

অপ্রচলিত মাধ্যমের সোলার প্যানেল দ্বারা উৎপাদিত বিদ্যুতেই চলবে হাওড়া সিটি পুলিশের প্রধান কার্যালয় (Solar panel installed at Howrah City Police Headquarter), যা রাজ্যের মধ্যে প্রথম ৷ সোলার প্যানেলের মাধ্যমে পরিবেশ বান্ধব বিদ্যুতের ব্যবহার অনুষ্ঠানের শুভ সূচনা করেন হাওড়া সিটি পুলিশের কমিশনার আইপিএস সি সুধাকর ।

Howrah City Police News
অপ্রচলিত বিদ্যুতের ব্যবহার হাওড়া সিটি পুলিশের সদর দফতরে

By

Published : May 25, 2022, 9:44 AM IST

হাওড়া, 25 মে : প্রচলিত বিদ্যুৎ ব্যবহার বর্জন করল হাওড়া সিটি পুলিশের সদর দফতর । এখন থেকে অপ্রচলিত মাধ্যমের সোলার প্যানেল দ্বারা উৎপাদিত বিদ্যুতেই চলবে হাওড়া সিটি পুলিশের প্রধান কার্যালয় (Solar panel installed at Howrah City Police Headquarter)।

কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ উৎপাদনের কথা সকলেরই জানা । রাজ্যের সংখ্যাগরিষ্ঠ বিদ্যুতের চাহিদা মেটানো হয় এই কয়লার দ্বারা ব্যবহৃত তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকেই । যদিও কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ তৈরি করতে পরিবেশের উপরে যে পরিমাণ দূষণ ছড়ানো হয় তার থেকে ভবিষ্যতে অনেক জলবায়ু কেন্দ্রিক সমস্যা তৈরি হবে এই কথা অনেক বছর ধরেই বলে আসছে পরিবেশবিদ ও বিজ্ঞানীরা । তাই তাপবিদ্যুৎ কেন্দ্রের বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে যতটা কম সম্ভব ব্যবহার করা যায় তার দিকেই দৃষ্টি আকর্ষণ করছে তারা ।

অপ্রচলিত বিদ্যুতের ব্যবহার হাওড়া সিটি পুলিশের সদর দফতরে

আরও পড়ুন :Living Without Electricity : কাঠগড়ায় সিইএসসি, কলকাতার নাগরিক হয়েও বিদ্যুৎহীন 17টি পরিবার

পাশাপাশি বিভিন্ন ধরনের অপ্রচলিত মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ তৈরি করার বিষয়কেই বারবার সামনে নিয়ে আসছে বিজ্ঞানীরা । এর মাধ্যমে সোলার প্যানেলের ব্যবহার আজকে অনেকটা বৃদ্ধি পেয়েছে অতীতের তুলনায় । পরিবেশবিদদের দেখানো সেই পথেই অগ্রসর হল হাওড়া সিটি পুলিশ । রাজ্যের মধ্যে প্রথম সম্পূর্ণ সোলার প্যানেলের মাধ্যমে পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার শুরু করল হাওড়া পুলিশ কমিশনারেট । প্রচলিত বিদ্যুতের ব্যবহার বন্ধ করা হল মঙ্গলবার থেকে হাওড়া সিটি পুলিশের সদর দফতরে ।

এদিন সোলার প্যানেলের মাধ্যমে পরিবেশ বান্ধব বিদ্যুতের ব্যবহার অনুষ্ঠানের শুভ সূচনা করেন হাওড়া সিটি পুলিশের কমিশনার আইপিএস সি সুধাকর । তিনি জানান, হাওড়া সিটি পুলিশের দফতরে মাসিক সাতাশ কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন হয় । এখন থেকে এই বিদ্যুতের চাহিদা মেটাবে দফতরের ছাদে বসানো সোলার প্যানেল । তিনি আরও জানান, সিইএসসির সিএসআর প্রজেক্টের মাধ্যমে এই কাজ তারা করেছেন । এটা পরিবেশবান্ধব । যেকোন দফতরে খুব সহজেই একে ব্যবহার করা যায় ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details