পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরিযায়ী শ্রমিকদের খাবারের ব্যবস্থা করে বাড়ি ফেরাল পুলিশ - migrant workers

ইতিমধ্যেই একাধিক রাজ্যে চালু হয়েছে লকডাউন ৷ কোথাও বা আংশিক লকডাউন ৷ এই পরিস্থিতিতে হাজারে হাজারে পরিযায়ী শ্রমিক ফিরছেন বাংলায় ৷ প্রতিদিনই দক্ষিণ-পূর্ব রেলের সাঁতরাগাছি স্টেশনে ভিড় জমছে পরিযায়ী শ্রমিকের ৷ এই পরিস্থতিতে তাঁদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এল হাওড়া সিটি পুলিশের কোনা এক্সপ্রেসওয়ের ট্রাফিক পুলিশ। প্রায় এক হাজার শ্রমিকের জন্য ভাত, ডাল,পটল-আলুর তরকারি, সয়াবিন ও মিষ্টির ব্যবস্থা করে তারা ৷ খাওয়ার পর তাঁদের বাস ও গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থাও করা হয় পুলিশের পক্ষ থেকে ৷

পরিযায়ী শ্রমিকদের খাবারের ব্যবস্থা করে বাড়ি ফেরাল পুলিশ
পরিযায়ী শ্রমিকদের খাবারের ব্যবস্থা করে বাড়ি ফেরাল পুলিশ

By

Published : May 18, 2021, 7:20 PM IST

সাঁতরাগাছি , 18 মে : বাংলায় কার্যত লকডাউন দশা ৷ এই পরিস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে পুলিশের মানবিকতার পরিচয় মিলেছে ৷ এবার সাঁতরাগাছি স্টেশনে ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াল হাওড়া কোনা এক্সপ্রেসওয়ের ট্রাফিক পুলিশ ৷ প্রায় একহাজার শ্রমিককে খাওয়ানোর পর তাঁদের পৌঁছে দেওয়া হল বাড়িতে ৷

বছর ঘুরতে না ঘুরতেই ফের লকডাউন। ফের ভিন রাজ্য থেকে কাজের অনিশ্চয়তায় ঝাঁকে ঝাঁকে ফিরছেন পরিযায়ী শ্রমিক ৷ কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। রুটি রুজির টানে যাঁরা পাড়ি দিয়েছিলেন, তাঁরা আবার ফিরে আসছেন একরাশ অনিশ্চয়তা নিয়ে । প্রতিদিনই দক্ষিণ-পূর্ব রেলের সাঁতরাগাছি স্টেশনে ভিড় জমছে পরিযায়ী শ্রমিকের ৷ এই পরিস্থতিতে তাঁদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এল হাওড়া সিটি পুলিশের কোনা এক্সপ্রেসওয়ের ট্রাফিক পুলিশ। প্রায় এক হাজার শ্রমিকের জন্য ভাত, ডাল,পটল-আলুর তরকারি, সয়াবিন ও মিষ্টির ব্যবস্থা করে তারা ৷ খাওয়ার পর তাঁদের বাস ও গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থাও করা হয় পুলিশের পক্ষ থেকে ৷

পরিযায়ী শ্রমিকদের খাবারের ব্যবস্থা করে বাড়ি ফেরাল পুলিশ

পুলিশের এই ভূমিকায় খুশি পরিযায়ী শ্রমিকরা। ডোমজুরের বাসিন্দা সূর্য দাস নামে এক শ্রমিক বলেন, ‘‘অনেকেরই পুলিশ সম্বন্ধে খারাপ ধারণা থাকে ৷ কিন্তু পুলিশ যে এত মানবিক হয় তা জানা ছিল না। তাই এত উদ্বেগের মধ্যেও আজ ভাল লাগছে।’’

আরও পড়ুন :ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্টের

কোনা এক্সপ্রেসওয়েতে কর্মরত এক ট্রাফিক কর্মী সূর্যশেখর হাজরা বলেন, "কদিন ধরে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের দেখে খুব খারাপ লাগছিল। তাই তাঁদের জন্য কিছু করার ইচ্ছে ছিল। ঊর্ধ্বতন আধিকারিকদের অনুমতি নিয়ে তাঁদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়। প্রত্যেককেই মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয়েছে ৷ আগামীদিনেও আমাদের এই কর্মসূচি জারি থাকবে ৷ "

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details