পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেআইনি পার্কিং ফি তোলার অভিযোগে বাকবিতণ্ডা, মাঝপথে বন্ধ হয়ে গেল হাওড়ার ক্রিসমাস কার্নিভাল

Howrah Christmas Carnival: মাঝপথে বন্ধ হল হাওড়া ক্রিসমাস কার্নিভাল ৷ বেআইনিভাবে পার্কিং ফি নেওয়ার অভিযোগেই কার্নিভাল বন্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

Etv Bharat
হাওড়া ক্রিসমাস কার্নিভাল

By ETV Bharat Bangla Team

Published : Dec 28, 2023, 7:24 AM IST

Updated : Dec 28, 2023, 7:36 AM IST

অভিযুক্ত ও মন্ত্রী মনোজ তিওয়ারির বক্তব্য

হাওড়া, 28 ডিসেম্বর: সদ্য সংস্কার হওয়া ইকোপার্কের বাইরে গাড়ির পার্কিং ফি তোলা নিয়ে চাঞ্চল্য । আর তার জেরেই বন্ধ হয়ে গেল হাওড়ার ক্রিসমাস কার্নিভাল ৷ অভিযোগ, সৌরভ নামে পৌরনিগমের এক কর্মী ওই পার্কিং থেকে অবৈধভাবে টাকা তুলছিলেন । এই ঘটনাকে কেন্দ্র করে উপস্থিত পুলিশ ও শাসকদলের কর্মীদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। কার্নিভালের স্থানে আসেন হাওড়া পৌরনিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী । তিনি সাময়িকভাবে এই কার্নিভাল বন্ধ রাখার কথা জানান ।

যদিও অবৈধ পার্কিং ফি তোলায় অভিযুক্ত সৌরভ দত্ত বলেন, "আমি কোনও পার্কিং ফি তুলিনি । পৌরনিগমের কমিশনারের নির্দেশেই এই পার্কিং ফি নেওয়া হচ্ছে । আমি স্টেজের উপর ছিলাম । আমাকে ডেকে মারধর করা হয়েছে ।" অভিযুক্ত সৌরভকে পুলিশ ঘটনাস্থল থেকে নিয়ে যায় । এই ঘটনায় স্বভাবতই বিরক্ত স্থানীয় বিধায়ক তথা ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ৷

তাঁর বক্তব্য, "এর আগেও পার্কিংকে কেন্দ্র করে অশান্তি ও মারপিট হয়েছিল । আজকে আমি আমার অফিসে বসেছিলাম। সে সময় স্থানীয়দের অভিযোগ পেয়ে এখানে আসি । পৌরনিগমের সঙ্গে কথা বলে জানতে পারি কাউকে পার্কিং তোলার জন্য লিখিত অনুমতি দেওয়া হয়নি। থানার আধিকারিককে ডাকা হয়েছে । যাদের থেকে অবৈধভাবে পার্কিং ফি নেওয়া হয়েছে তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নেবে । আমার বিধানসভা এলাকায় এই ধরনের ঘটনার পিছনে কারোর চক্রান্ত রয়েছে বলেই মনে হচ্ছে । এলাকার সাধারণ মানুষকে পরিষেবা দেওয়াই আমার কাজ তাই এখানে এসেছি।"

অভিযুক্ত সৌরভ দত্ত হাওড়া পৌরনিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তীর আপ্ত সহায়ক বলে দাবি ঘটনাস্থলে উপস্থিত মানুষের । পুলিশ আটক করে নিয়ে গেলেও তাঁর বিরুদ্ধে কতটা আইনি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে সন্দিহান এলাকাবাসী । কিছুদিন আগেও পার্কিং নিয়েই এখানে অশান্তি থেকে শুরু করে মারপিটের ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে ভরতিও করতে হয়েছে। পুলিশি ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও বুধবার ফের একইস্থানে আবার অবৈধ পার্কিং ফি তোলার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে ।

Last Updated : Dec 28, 2023, 7:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details