হাওড়া, 21 জানুয়ারি : চলতি মাসের শেষে হাওড়ায় অমিত শাহের জনসভা করতে পারেন । হাওড়া জেলা বিজেপির পক্ষ থেকে জানা গেছে । ডুমুরজলা ময়দানে তাঁর জনসভা হওয়ার কথা রয়েছে । আর তার জন্য গতকাল অনুমতি চেয়ে হাওড়া ইম্প্রুভমেন্ট ট্রাস্টকে লিখিত আবেদন জানাল জেলা বিজেপি ।
আবেদনে রয়েছে, 28 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত ডুমুরজলা ময়দান বুক করার অনুমতি চাওয়া হয়েছে । জেলা বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই সভাস্থান প্রস্তুতির তোড়জোড় শুরু হয়ে গেছে । সংগঠনের কয়েকজন নেতা ময়দান পরিদর্শন ও প্রস্তুতি খতিয়ে দেখতে আসতে শুরু করেছেন ।