হাওড়া, 24 অক্টোবর:ঘূর্ণিঝড় সিত্রাং-এর (Cyclone Sitrang) প্রভাবে সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার ৷ ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে গতকাল রাত থেকেই ৷ তার সঙ্গে রয়েছে প্রবল হওয়ার দাপট । তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাধারণ যাত্রীদের জন্য বন্ধ করে দেওয়া হযল হুগলি নদীর জলপথ পরিবহণ সংস্থার ফেরি পরিষেবা (Ferry services stopped)।
সিত্রাং ঘূর্ণিঝড়ের প্রভাবে দুর্ঘটনা প্রতিহত করতে সোমবার ও মঙ্গলবার দুইদিন লঞ্চ পরিষেবা বন্ধ রাখল প্রশাসন । আজ হাওড়া থেকে বাগবাজার ঘাট ও হাওড়া থেকে আউট্রাম ঘাট লঞ্চ পরিষেবা বন্ধ করে দেওয়া হয় । যার মধ্যে রয়েছে হাওড়া-বাগবাজার, হাওড়া-বিবাদীবাগ, হাওড়া-বাবুঘাট, শিবপুর-বাবুঘাট, বাঁধাঘাট-আহিরীটোলা, নাজিরগঞ্জ-মেটিয়াবুরুজ, গাদিয়াড়া-বজবজের মতো ফেরি পরিষেবা । প্রশাসনের নির্দেশ অনুসারে সোমবার দুপুর বারোটা থেকে আগামী নির্দেশিকা না আসা পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বাতিল করা হয়েছে সমস্ত কর্মচারীদের ছুটি ।
জেটিতে উপস্থিত লঞ্চগুলোকে মোটা দড়ি দিয়ে একটির সঙ্গে অপরটিকে বেঁধে দেওয়া হয়েছে । একইভাবে হাওড়ার সাঁকরাইল মানিকপুরের লঞ্চ পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে । ঝড়ের দাপট অধিক হলে লঞ্চ গুলোকে মাঝ গঙ্গায় নিয়ে যাওয়া হবে বলে সূত্রের খবর । প্রতিটি লঞ্চ ও স্টিমারে দুজন করে কর্মচারী রয়েছেন, যাঁরা ঝড়ের দাপট বেশি হলে লঞ্চ খুলে মাঝ নদীতে নিয়ে যেতে পারবেন ৷ এছাড়াও লঞ্চে রয়েছে লাইফ জ্যাকেট ।
সব মিলিয়ে ঘূর্ণিঝড় মোকাবিলায় জলপথে নিয়ম অনুসারে সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে হাওড়া ফেরি পরিষেবা সংস্থার পক্ষ থেকে । এছাড়াও সাঁকরাইল অঞ্চলের যে সমস্ত ফেরি পরিষেবা আছে, তাও বন্ধ করে দেওয়া হয়েছে । আর এ সবের কারণে স্বাভাবিকভাবে কিছুটা হলেও সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা ।