পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Uluberia Accident: উলুবেড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত একই পরিবারের 3 - 3 of same family die

উলুবেড়িয়ার (Uluberia Accident) কাছে জাতীয় সড়কে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের তিন জনের (Howrah Accident)৷ ট্রাফিক আধিকারিকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন স্থানীয়রা ৷

Howrah: 3 of same family die in a tragic road accident in Uluberia
উলুবেড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত একই পরিবারের 3

By

Published : Nov 9, 2022, 2:54 PM IST

Updated : Nov 9, 2022, 3:36 PM IST

হাওড়া, 9 নভেম্বর:উলুবেড়িয়ার (Uluberia Accident) কাছে 16 নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের তিনজন সদস্যের ৷ বুধবার বেলা এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে উলুবেড়িয়া (Road Accident in Uluberia) নিমদিঘি মোড়ে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি পরিবার উলুবেড়িয়া জোয়ারগোড়ি থেকে বাউড়িয়ায় শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠানে যাচ্ছিল ৷ একটি মোটরবাইকে চড়ে দুই শিশু ও স্বামী-স্ত্রী রাস্তা পার হচ্ছিলেন । সেই সময় কলকাতামুখী একটি ডাম্পার তাঁদের ধাক্কা মারে । ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের । মারা যান পাপিয়া মণ্ডল (24), তাঁর ছেলে পৃথ্বীশ মণ্ডল (3) ও তাঁর ভাইজি বিদিশা মণ্ডলের (6)।

মৃত পাপিয়া মণ্ডলের স্বামী দ্বীপ মণ্ডল আহত অবস্থায় উলুবেড়িয়া ইএসআই হাসপাতালে চিকিৎসাধীন । তবে তাঁর শারীরিক পরিস্থিতি যথেষ্ট সংকটজনক বলেই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে । দুর্ঘটনায় মৃতদের দেহগুলি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয় । আহত ব্যক্তিকে উলুবেড়িয়া ইএসআই হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের পর পরিবারের হাতে মৃত ব্যক্তিদের দেহ তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর ।

আরও পড়ুন:নন্দকুমারে ডাম্পারের ধাক্কায় বৃদ্ধা এবং তাঁর নাতনির মৃত্যু

আহত বাইক চালক দ্বীপ মণ্ডলের দিদি জানান, তাঁরা দুটি বাইকে চেপে যাচ্ছিলেন । তাঁর ভাই, ভাইয়ের স্ত্রী, তাঁর মেয়ে ও ভাইজি একটি বাইকে ছিল । তাঁরা একটু আগে এগিয়ে গিয়েছিলেন । নিমদিঘির মোড়ে যখন তাঁরা পৌঁছন, তখন দেখেন দুর্ঘটনায় সব শেষ । দুর্ঘটনার পরে এলাকার পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী । যদিও জাতীয় সড়কের নিমদিঘি মোড়ে সিগন্যাল ও কর্তব্যরত ট্রাফিক অধিকারিকদের উপস্থিতি থাকা সত্ত্বেও কীভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল, তা নিয়ে যথেষ্ট ক্ষোভ সৃষ্টি হয়েছে এলাকাবাসীদের মধ্যে । অনেকে এই দুর্ঘটনার জন্য কর্তব্যরত ট্রাফিক অধিকারিকদের ঢিলেঢালা মনোভাব ও গাফিলতিকেই দায়ী করছেন ।

Last Updated : Nov 9, 2022, 3:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details