পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Howrah Murder: হাওড়ায় একই পরিবারের 4 জনকে কুপিয়ে খুন, গ্রেফতার গৃহবধূ - হাওড়া খুন

হাওড়ায় নৃশংশভাবে খুন হলেন একই পরিববারের চারজন । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বুধবার রাতে হাওড়া থানার এমসি ঘোষ লেনে (Housewife Accused of murder of Four Members of Same Family in Howrah)।

Howrah Murder
হাওড়ায় একই পরিবারের 4 জনকে কুপিয়ে খুন, গ্রেফতার গৃহবধূ

By

Published : Aug 11, 2022, 10:16 AM IST

Updated : Aug 11, 2022, 9:10 PM IST

হাওড়া, 11 অগস্ট: হাওড়ায় একই পরিবারের চারজনকে নৃশংশভাবে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার রাতে হাওড়া থানা এলাকার এমসি লেনে (Housewife Accused of murder of Four Members of Same Family in Howrah) ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম গৃহকর্তী মাধবী ঘোষ (55), তাঁর ছেলে দেবাশিস ঘোষ (৩৬), দেবাশিসের স্ত্রী রেখা ঘোষ (30) এবং তিয়াশা ঘোষ (13) ৷ অনুমান, পারিবারিক বিবাদের জেরেই এই খুন ৷

অভিযুক্ত পল্লবী ঘোষকে গ্রেফতার করলেও এই কাণ্ডে যুক্ত আরেক অভিযুক্ত দেবরাজ ঘোষ এখনও পলাতক। যদিও ইতিমধ্যেই তাঁকে খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। আজকে নিজের পরিবারের খুনের মামলায় ধৃত পল্লবীকে হাওড়া আদালতে পেশ করা হয়। তাঁকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয় পুলিশের পক্ষ থেকে। যদিও আদালত ওই মহিলাকে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বুধবার রাতে হাওড়া থানার এমসি ঘোষ লেনে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পরিবারেরই দুই ভাই দেবাশিস ও দেবরাজের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে প্রায়ই বিবাদ লেগেই থাকত । বুধবার রাতেও সেই বিবাদ চরমে পৌঁছয় । অশান্তি চরমে পৌঁছলে ভাই দেবরাজ ও তার স্ত্রী পল্লবী ঘোষ তাঁদের সন্তানকে ঘরের মধ্যে তালা বন্ধ করে এসে নিচে নামে ৷ এরপর ধারালো অস্ত্র দিয়ে দাদা দেবাশিস, বউদি রেখা ও তাঁদের মেয়ে তিয়াশাকে আচমকা কোপাতে থাকে ৷ এই নৃশংস দৃশ্য দেখে পাশের ঘর থেকে ছুটে আসেন মা মাধবী ঘোষ ৷ সে সময় দিগবিদিগ শূন্য হয়ে মাধবীদেবীকেও কোপায় গুণধর ছেলে ও বউমা ৷ এদিকে রক্তাক্ত অবস্থায় কোনওক্রমে দেবাশিসের মেয়ে তিয়াশা বাড়ির বাইরে বেরিয়ে এসে স্থানীয় বাসিন্দাদের সাহায্য চায় । সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ছুটে যান । স্থানীয়রা আসতে দেখে অবস্থা বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে পালায় দেবরাজ ৷ কিন্তু ধরা পড়ে যায় পল্লবী ৷

আরও পড়ুন:একঘরে 'আপত্তিকর' অবস্থায় দেখে পিটিয়ে খুন শাশুড়িকে, হাসপাতালে জামাই

স্থানীয়দের থেকে ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসেন হাওড়া পুলিশ কমিশনার ও গোয়েন্দা বিভাগের আধিকারিকরা । পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এসে দেখেন, বাড়িতে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে তাঁরা ৷ তবে পুলিশের প্রাথমিক অনুমান, এই চারজনকে ধারালো অস্ত্র দিয়েই কুপিয়ে খুন করা হয়েছে ৷ যে অস্ত্র দিয়ে খুন করা হয় সেই অস্ত্রটিকেও উদ্ধার করেছে পুলিশ ৷ আহতরা প্রত্যেকেই ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে মারা যায়

Last Updated : Aug 11, 2022, 9:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details