কলকাতা, 9 মে : রাজ্যে একের পর এক COVID-19 আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে । মৃত্যুও বেড়ে চলেছে । বেড়ে চলেছে উদ্বেগ-আতঙ্ক । আর এই ধরনের পরিস্থিতির মধ্যেও COVID-19-এ আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার খবর কিছুটা হলেও স্বস্তির পরিবেশ তৈরি করছে । গতকাল, কলকাতার দুই বেসরকারি হাসপাতালের পাশাপাশি এমনই স্বস্তির খবর দিল হাওড়ার ফুলেশ্বরের বেসরকারি একটি হাসপাতাল । গতকাল ওই হাসপাতাল থেকে কোরোনামুক্ত 36 জনকে ছুটি দেওয়া হল ।
কোরোনা আতঙ্কের মধ্যে সামান্য় স্বস্তি, হাওড়ার হাসপাতাল থেকে ছুটি পেলেন 36 জন
হাওড়ার ফুলেশ্বরে অবস্থিত বেসরকারি একটিহাসপাতাল থেকে সুস্থ হয়ে ওঠা 36জন কোরোনা আক্রান্তকে ছুটি দেওয়া হয়েছে । এই 36 জনের মধ্যে দেড় বছরের শিশু থেকে শুরু করে 70বছর বয়সি বৃদ্ধ রয়েছেন ।
গতকাল রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, আগের 24 ঘণ্টায় রাজ্যে 130জন COVID-19 আক্রান্তের খোঁজ পাওয়া গেছে । রাজ্যে COVID-19-এ আরও নয়জনের মৃত্যু হয়েছে । গোটা দেশেও COVID-19-এ আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা বেড়ে চলেছে । এদিকে, রাজ্যে ইতিমধ্যেই বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে COVID-19 আক্রান্তের খোঁজ পাওয়ার পর সেখানকার কিছু পরিষেবা অথবা পুরো হাসপাতালকে সাময়িক বন্ধ রাখতে হয়েছে । এই ধরনের পরিস্থিতিতে আতঙ্ক-উদ্বেগ বেড়ে চলেছে সমাজের বিভিন্ন অংশে । গতকাল জানা গেছে, বেহালার ঠাকুরপুকুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে আপাতত নতুন রোগীদের ভরতি নেওয়া বন্ধ রাখা হয়েছে । কারণ, সেখানে অস্ত্রোপচারের জন্য ভরতি হওয়া এক রোগীর শরীরে COVID-19 সংক্রমণের খোঁজ পাওয়া গেছে । যার জেরে হাসপাতালের চিকিৎসকসহ 10জনকে কোয়ারানটিনে রাখতে হয়েছে । বেহালায় অবস্থিত বিদ্যাসাগর স্টেট জেনেরাল হাসপাতালেও এক প্রসূতির শরীরে COVID-19 সংক্রমণের খোঁজ পাওয়া গেছে । যার জেরে এই হাসপাতালের প্রসূতি এবং শিশু বিভাগে আপাতত রোগী ভরতি নেওয়া বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে । এই পরিস্থিতির মধ্যে গতকাল ঢাকুরিয়ায় অবস্থিত বেসরকারি একটি হাসপাতাল থেকে 38 দিন ভেন্টিলেশনে থাকার পর সুস্থ হয়ে ওঠা এক COVID-19 আক্রান্তকে ছুটি দেওয়া হয়েছে । উলটোডাঙার কাছে EM বাইপাসের ধারে অবস্থিত বেসরকারি একটি হাসপাতাল থেকেও ক্যানসার আক্রান্ত এক প্রৌঢ় COVID-19-কে হার মানিয়ে ছুটি পেয়েছেন । উদ্বেগ-আতঙ্কের পরিবেশের মধ্যে এভাবে COVID-19 আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার খবর স্বস্তির পরিবেশ তৈরি করছে বলে মনে করছেন বহু চিকিৎসক ।
গতকাল এমনই এক স্বস্তির পরিবেশ তৈরি করল হাওড়ার ফুলেশ্বরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতাল । এই হাসপাতাল থেকে সুস্থ হয়ে ওঠা 36জনকে ছুটি দেওয়া হয়েছে । এই 36জনের মধ্যে দেড় বছরের শিশু থেকে শুরু করে 70বছর বয়সি বৃদ্ধ রয়েছেন । তাঁদের ব্যান্ড বাজিয়ে, সংবর্ধনা দিয়ে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । বেসরকারি ওই হাসপাতালের অধিকর্তা চিকিৎসক শুভাশিস মিত্র জানিয়েছেন, "জাতীয় এবং আন্তর্জাতিক ইমার্জেন্সির সময় চিকিৎসার মাধ্যমে রোগীদের সুস্থ করে তোলার বিষয়টি স্বাস্থ্যকর্মীদের কাছে সোশাল এবং মেডিকেল ডিউটি ।"