পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Hooghly River Transport Samity: কমেছে আয়, আর্থিক সংকটে বন্ধ হওয়ার পথে হুগলি নদী ফেরি পরিষেবা - কমেছে আয়, আর্থিক সংকটে হুগলি নদী ফেরি পরিষেবা

ব্যয়ের চেয়ে আয় কমছে উত্তোরত্তর ৷ বন্ধ হয়েছে কর্মীদের বেতন ৷ তবে কি এবার বন্ধ হওয়ার পথে হুগলি নদী ফেরি পরিবহণ পরিষেবা (Hooghly River Transport Samity suffering Financial crisis)?

Hooghly River Transport Samity
আর্থিক সংকটে বন্ধ হওয়ার পথে হুগলি নদী ফেরি পরিষেবা

By

Published : Apr 23, 2022, 12:26 PM IST

হাওড়া, 23 এপ্রিল : আর্থিক সংকটে বন্ধ হওয়ার পথে হুগলি নদী ফেরি পরিবহণ পরিষেবা ৷ তেলের দাম বাড়লেও বাড়েনি টিকিটের মূল্য ৷ সেইসঙ্গে কমেছে যাত্রী সংখ্যা ৷ ফলত কমেছে আয় ৷ দু’মাস ধরে বকেয়া রয়েছে কর্মীদের বেতন ৷ আর্থিক সংকটের জেরেই ধুঁকছে 1970 সালে চালু হওয়া ফেরি পরিষেবা ৷ 32টি লঞ্চের পরিবর্তে চলছে 25টি লঞ্চ ৷

1970 সালে এই পরিষেবা শুরু হয়েছিল ৷ প্রধানত বাণিজ্যিক কাজের জন্য দূর দূরান্ত থেকে আসা যাত্রীরাই এই পরিষেবা ব্যবহার করতেন ৷ যদিও বর্তমানে এই ফেরি পরিষেবা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে ৷ হাওড়া থেকে বাগবাজার, বিবাদী বাগ, আর্মেনিয়ান, চাঁদপাল, বাউরিয়া থেকে বজবজ, চাঁদপাল থেকে শিবপুর ও গাদিয়াড়া থেকে নুরপুর-গেঁওখালি পর্যন্ত ফেরি পরিষেবা রয়েছে হুগলি নদী জলপথ পরিবহণ সমিতির আওতায় । এই পরিষেবা অনেকটাই কমেছে ৷ কোভিড পরিস্থিতি সব কিছুই বদলে দিয়েছে ৷ কোভিড পরিস্থিতির আগে এই সংস্থার আয় ছিল বার্ষিক 13 থেকে 14 কোটি টাকা ৷ কিন্তু কোভিড পরিস্থিতিতে তা কমে হয়েছে 4.5 থেকে 5 কোটি টাকা (বার্ষিক) ৷ এমনকী লঞ্চ চালোনার জন্য় যে জ্বালানির প্রয়োজন, সেই ডিজেলর দামও বর্তমানে লিটার প্রতি 100 টাকা ৷ অথচ টিকিট মূল্য ছ’টাকা রয়ে গিয়েছে ৷ যার জেরে আরও প্রকট হয়েছে অর্থসংকট ( Income Deceares As Fuel Price Rise) ৷

আরও পড়ুন :আর্থিক সংকটের মুখে প্রায় 60 মিলিয়ন মানুষ : বিশ্ব ব্যাঙ্ক

এই প্রথম নয়, এর আগেও আর্থিক সংকটের মুখোমুখি হয়েছিল এই হুগলি নদী পরিবহণ সমিতি ৷ সেসময়ে রাজ্য সরকারের পরিবহণ দফতরের হস্তক্ষেপে সাময়িক ভাবে সমস্যা মিটেও যায় ৷ তবে কোভিড পরিস্থিতির পর পুনরায় আর্থিক সংকটের মুখোমুখি হুগলি নদী পরিবহণ সমিতি ৷ এই আর্থিক সংকটের জেরে 32টি লঞ্চের পরিবর্তে চলছে 25টি ৷ এই পরিস্থিতি চলতে থাকলে একটা সময় মুখ থুবড়ে পড়বে শতাব্দী প্রাচীন বাংলার ঐতিহ্যের এই জলপথ পরিবহণ পরিষেবা ।

ABOUT THE AUTHOR

...view details