হাওড়া , 28 মার্চ : কোরোনা সংক্রমণের মাঝে ফুটপাতবাসীকে অন্যত্র সরাতে হোম বা শেল্টারের ব্যবস্থার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর ঘোষণার পর অনেক জায়গায় ভবঘুরেদের জন্য শেল্টার বা হোমের ব্যবস্থা করা হলেও সর্বত্র একই ছবি নজরে এল না । শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হাওড়া স্টেশন চত্বরে এখনও একইভাবে খোলা ছাদের নিচে বসবাস করছেন প্রায় শতাধিক ভবঘুরে ও ফুটপাতবাসী ।
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও হাওড়া স্টেশন চত্বরই ফুটপাথবাসীর ঠিকানা - Howrah station
কোরোনা সংক্রমণ রুখতে ফুটপাতবাসীদের জন্য হোম বা শেল্টারের ব্যবস্থা করতে উদ্যোগী হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গতকাল তিনি নবান্ন থেকে জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছিলেন । তিনি নিজে আলিপুর-সহ একাধিক জায়াগায় ত্রাণ তুলে দিয়ে এসেছেন । কিন্তু তারপরেও হাওড়া স্টেশন চত্বরেই বসবাস করছে ফুটপাতবাসীরা ৷
হাওড়ার ফুটপাতবাসীদের সঙ্গে কথা বলে জানা গেল প্রশাসনের তরফে তাদের সেখান থেকে অন্যত্র নিয়ে যাওয়ার কোনও ব্যবস্থা এখনও করা হয়নি । কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তাদের খাবার দেওয়া হচ্ছে । পাশাপাশি নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে তাদের দিন কাটছে ।
সারা দেশজুড়ে লকডাউন ৷ কোরোনা সংক্রমণ থেকে গৃহবন্দী দেশের মানুষ । কিন্তু যারা গৃহহীন , ভবঘুরে তাদের বিপদটাই এখন সব থেকে বেশি । কারণ শহরের ফুটপাত, স্টেশন ও অন্যত্র খোলা আকাশের নিচেই এদের বাস । খোলা আকাশের নিচে একসঙ্গে অনেকের থাকার কারণে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা বেশি ৷ তাই সংক্রমণ রুখতে তাদের জন্য হোম বা শেল্টারের ব্যবস্থা করতে উদ্যোগী হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গতকাল তিনি নবান্ন থেকে জেলা প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছিলেন । তিনি নিজে আলিপুর-সহ একাধিক জায়াগায় ত্রাণ তুলে দিয়ে এসেছেন। কিন্তু তারপরেও সব জায়গায় সেই ব্যবস্থা গ্রহণ করা হয়নি ৷ তাই প্রশ্ন উঠছে , মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ভবঘুরেদের জন্য সর্বত্র একই ব্যবস্থা কার্যকর হচ্ছে না কেন?