লিলুয়া, 23 নভেম্বর: বেআইনি নির্মাণ কোনওভাবেই বরদাস্ত নয়। বেআইনি নির্মাণ থাকলে তা বুলডোজার দিয়ে ভেঙে ফেলার নির্দেশ হাইকোর্টের ৷ কড়া ভাষায় প্রতিক্রিয়া দিতে গিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার বলেন, "আমার নিজের বাড়ি বেআইনি হলেও বুলডোজার দিয়ে ভেঙে দিন ৷" হাওড়ার বেআইনি নির্মাণ ভাঙার মামলায় বৃহস্পতিবার বিকেলের মধ্যে লিলুয়া থানার আইসি'কে তলব করেছে আদালত।
হাওড়ার লিলুয়া থানা এলাকার একটি বেআইনি নির্মাণের মামলায় কড়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। শুধু তাই নয়, আদালতের মনোভাব ব্যক্ত করতে গিয়ে বিচারপতি আরও বলেন, "বেআইনি নির্মাণ কোনওভাবেই বরদাস্ত নয়। আমার নিজের বাড়ি বেআইনি হলেও বুলডোজার দিয়ে ভেঙে দিন।" বৃহস্পতিবার এমনই মন্তব্য করার পাশাপাশি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই নির্মাণ ভাঙতে লিলুয়া থানার ভারপ্রাপ্ত অধিকারিককে এদিন বিকেল তিনটের মধ্যে আদালতে হাজির হওয়ারও নির্দেশ দিয়েছেন।
এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়ে জানান, বিকেল সাড়ে তিনটে'র মধ্যে লিলুয়া থানার আইসি'কে আদালতে হাজিরা দিতে হবে। এছাড়াও আদালতে উপস্থিত হতে হবে লিলুয়ার ওই নির্মাণকারী সংস্থার প্রধানকেও। বিচারপতির মন্তব্য, "একটাও বেআইনি নির্মাণ থাকা উচিত নয়। হাওড়ায় আমার বাড়ি রয়েছে। সেটিও যদি বেআইনি হয় বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে।"
উল্লেখ্য, একটি বেআইনি নির্মাণ ভাঙার আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। ওই নির্মাণ ভাঙার নির্দেশ দেয় বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চও সিঙ্গল বেঞ্চের ওই রায় বহাল রাখে। গত 4 সেপ্টেম্বর বালি পুরসভা ওই নির্মাণ ভাঙতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ। পুলিশের সাহায্য ছাড়া ওই নির্মাণ ভাঙা সম্ভব নয় বলেও জানায় তারা। এই ক্ষেত্রে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন ক্ষোভ প্রকাশ করেন পুলিশ-প্রশাসনের উপর ৷ একইসঙ্গে এমনই মন্তব্য করে আইসি'কে তলব করেন তিনি।
আরও পড়ুন
- 'বেআইনি হলে আমার বাড়িও ভেঙে দিন', নির্মাণ মামলায় পুলিশকে ভর্ৎসনা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
- 350 টাকার জন্য কিশোরকে 50 বার ছুরির আঘাত, গলা কেটে নৃশংসভাবে খুন নাবালকের