পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাওড়া পৌরনিগমে দ্রুত নির্বাচনের নির্দেশ হাইকোর্টের - কলকাতা হাইকোর্ট

2018 সালে মেয়াদ শেষ হলেও এখনও নির্বাচন হয়নি হাওড়া পৌরনিগমে৷ দ্রুত ভোট করানোর দাবিতে হাইকোর্টে মামলা৷ তারই প্রেক্ষিতে দ্রুত নির্বাচনের নির্দেশ ডিভিশন বেঞ্চের৷

wb_kol_01_howrah- municipality- election_10003
হাওড়া পৌরনিগমে দ্রুত নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

By

Published : Jan 29, 2021, 7:41 PM IST

হাওড়া, 29 জানুয়ারি: হাওড়া পৌরনিগমে দ্রুত ভোট করানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের৷ এরজন্য় যত দ্রুত সম্ভব নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে হবে৷

মামলাকারী মৌসুমী রায়ের বক্তব্য ছিল, 2018 সালের ডিসেম্বর মাসে হাওড়া পৌরনিগমের মেয়াদ শেষ হয়৷ তারপর দু’বছর পার হয়ে গেলেও নতুন করে ভোট করানো হয়নি৷ বদলে প্রশাসক বসিয়ে সমস্ত কাজকর্ম চালানো হচ্ছে৷ অভিযোগ, এর ফলে ন্যায্য় পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন নগরবাসী৷ তাই অবিলম্বে ভোট করানোর পক্ষে সওয়াল করেন মামলাকারী৷

আরও পড়ুন:উলুবেড়িয়াতে শাহের রোড শো বাতিল, জুড়ল বেলুড় মঠে কার্যক্রম

এরই প্রেক্ষিতে শুক্রবার যত দ্রুত সম্ভব হাওড়া পৌরনিগমে ভোট করানোর পক্ষে রায় দেয় বিচারপতি আইপি মুখোপাধ্য়ায় ও বিচারপতি মোহাম্মদ নিজামউদ্দিনের ডিভিশন বেঞ্চ৷ নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি দ্রুত শেষ করার নির্দেশ দেন দুই বিচারপতি৷

ABOUT THE AUTHOR

...view details