পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Heart transplant : হাওড়ার নারায়ণাতে পঞ্চম বারের জন্য হৃদযন্ত্র প্রতিস্থাপন - পঞ্চম বারের জন্য হৃদযন্ত্র প্রতিস্থাপন

নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালে পঞ্চম বারের জন্য হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হল ৷ এই অপারেশনটি গত 4 জুন হাওড়া নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালে করা হয়েছে (Heart transplant for fifth time at Narayana hospital Howrah)৷ এসএসকেএম হাসপাতাল থেকে পনেরো কিলোমিটার রাস্তা গ্রিন করিডোর করে হৃদযন্ত্রটি আনা হয়েছে ৷

Narayana hospital
হাওড়া নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালে পঞ্চম বারের জন্য হৃদযন্ত্র প্রতিস্থাপন

By

Published : Jun 13, 2022, 11:08 PM IST

হাওড়া, 13 জুন : পঞ্চম বারের জন্য হৃদযন্ত্র প্রতিস্থাপনের অপারেশন হল হাওড়ার নারায়ণাতে (Heart transplant for fifth time at Narayana hospital Howrah)। পনেরো কিলোমিটার রাস্তা গ্রিন করিডোর করে হৃদযন্ত্র আনা হয় হায়পাতালে। কলকাতা ও হাওড়ার নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল এই মুহূর্তে 44টি বিশেষ সুবিধা প্রদান করছে ।

এরই মধ্যে হাওড়া নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালে গত 4 জুন ধনেখালির এক বছর তেইশের রোগীর হৃদযন্ত্র প্রতিস্থাপনের অপারেশন সম্পন্ন হয়। এই অপারেশন চিকিৎসক দেবাশিস দাস ও তাঁর টিম সম্পন্ন করেন। এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিট থেকে 34 বছর বয়স্কা একজন মহিলার হৃদয় ওই ব্যাক্তির শরীরে প্রতিস্থাপিত করা হয়।

আরও পড়ুন :2 শতাংশ ছাড়াল রাজ্যে করোনা সংক্রমণের হার, গত 24 ঘণ্টায় মৃত্যু 1 জনের

এটি এই হাসপাতালে পঞ্চম হৃদযন্ত্র প্রতিস্থাপনের ঘটনা বলে জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে। 34 বছর বয়স্কা ওই মহিলার মস্তিষ্কের মৃত্যু ঘটার পড়ে তাঁর হৃদয় সংরক্ষিত করার ব্যবস্থা হয়। অপারেশনের গুরুত্ব অনুভব করে 15 কিলোমিটার পথ গ্রিন করিডোরের মাধ্যমে মহিলার হৃদয় হাসপাতালে নিয়ে আসা হয়। অপারেশনের পরে আগামী 13 জুন অবধি ওই তরুণকে দেখভালের মধ্যে রাখা হয়। এদিন তাঁকে সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

ABOUT THE AUTHOR

...view details