হাওড়া, 13 জুন : পঞ্চম বারের জন্য হৃদযন্ত্র প্রতিস্থাপনের অপারেশন হল হাওড়ার নারায়ণাতে (Heart transplant for fifth time at Narayana hospital Howrah)। পনেরো কিলোমিটার রাস্তা গ্রিন করিডোর করে হৃদযন্ত্র আনা হয় হায়পাতালে। কলকাতা ও হাওড়ার নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল এই মুহূর্তে 44টি বিশেষ সুবিধা প্রদান করছে ।
এরই মধ্যে হাওড়া নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালে গত 4 জুন ধনেখালির এক বছর তেইশের রোগীর হৃদযন্ত্র প্রতিস্থাপনের অপারেশন সম্পন্ন হয়। এই অপারেশন চিকিৎসক দেবাশিস দাস ও তাঁর টিম সম্পন্ন করেন। এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিট থেকে 34 বছর বয়স্কা একজন মহিলার হৃদয় ওই ব্যাক্তির শরীরে প্রতিস্থাপিত করা হয়।