হাওড়া, 10 ফেব্রুয়ারি : হাতে গোনা আর মাত্র 3 দিন ৷ তারপরই ভ্যালেন্টাইনস ডে ৷ ভালোবাসার এই দিনে প্রেমিক-প্রেমিকারা গোলাপ ফুল আদানপ্রদান করবে না তা আবার হয় নাকি ! তাই অফিস থেকে বাড়ি ফেরার পথেই হোক বা কলেজ পড়ুয়ারা, এই বিশেষ দিনে ভালোবাসার মানুষটিকে একটি গোলাপ উপহার দিতেই হবে৷ সমস্ত উপহারকে যেন ছাপিয়ে যায় লাল টুকটুকে একটা গোলাপ৷ শুধু লাল কেন শীতের এই মরশুমে বাজার ছেয়ে যায় রং-বেরঙের গোলাপে৷
হাওড়ার বাগনান, দেউলটি, ঘোড়াঘাটা, কুলগাছিয়া এলাকায় বিঘের পর বিঘে জুড়ে চাষ হয় রং-বেরঙের গোলাপের৷ এই বিশেষ দিনটিতে যেন আপনি আপনার ভালোবাসার মানুষকে সুন্দর গোলাপ ফুলটি উপহার দিতে পারেন তার জন্যই অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তাঁরা৷ তবে, এবছরে ভ্যালেন্টাইনস ডে-তে যেন বাধ সেধেছে পশ্চিমীঝঞ্ঝা ও হনুমানের দাপট৷