হাওড়া, 25 অগস্ট:এবার রাজ্য সরকারি কর্মচারীদের হারেই বেতন এবং পেনশন পাবেন জিটিএর কর্মীরা (New Salary Structure For GTA Employee)। এক বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে নবান্নের তরফে ৷ প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং পাহাড়ে বসবাসকারী মানুষদের মধ্যে ত্রিপাক্ষিক আলোচনার মাধ্যমে জিটিএ গঠিত হয়।
বর্তমানে যে আইনটি কার্যকরী সেটি 2011 সালের। এর আগে অর্থাৎ 1986 সাল থেকে সেখানে গোর্খা হিল কাউন্সিল ছিল। স্বশাসিত সংস্থা হওয়ায় দুটি ক্ষেত্রেই তাদের নিজস্ব কর্মী নিয়োগের অধিকার ছিল । রাজ্য সরকারি কর্মচারী এবং পাহাড়ে কাজ করা সরকারি কর্মচারীদের মধ্যে বেতন এবং পেনশনের ক্ষেত্রে ভিন্নতা ছিল । দীর্ঘদিন ধরে পাহাড়ের মানুষের দাবি ছিল স্বশাসিত হওয়া সত্ত্বেও জিটিএর কর্মীরা রাজ্য সরকারি কর্মচারীদের মতো বেতন পান না। এমনকী বেতন কাঠামো নেই ৷ কর্মীদের দাবি ছিল, রাজ্য সরকারি কর্মচারীদের মতো বেতন দিতে হবে ৷ এবার সেই দাবি মেনে নিল রাজ্য সরকার।