পিলখানা, 28 জুন : জয়শ্রীরাম বলা না বলা নিয়ে দু'পক্ষের বচসা ও হাতাহাতি । । আজ দুপুরে ঘটনাটি ঘটে হাওড়ায় পিলখানায় । দু'পক্ষের দু'জন সামান্য জখম হয়েছেন । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ও RAF । পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।
জয়শ্রীরাম বলা নিয়ে উত্তেজনা পিলখানায় - howrah clash
স্থানীয় বাসিন্দারা চাইছে, রাজনৈতিক মতপার্থক্য নিজের জায়গায় থাকুক । এলাকায় শান্তি বিরাজ করুক । প্রশাসনের তরফ থেকে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পদক্ষেপ করা হয়েছে ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জয়শ্রীরাম বলা না বলা নিয়ে ঝামেলার সূত্রপাত । প্রথমে দু'পক্ষের লোকজন একে অপরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে । সেই বচসা হাতাহাতিতে গড়ায় । যার জেরে দু'জন জখম হয় । এদিকে খবর পেয়ে ঘটনাস্থানে আসে হাওড়া পুলিশের DC নর্থ ও ACP নর্থ । নামানো হয় RAF ও পুলিশ । তারাই জনতাকে ছত্রভঙ্গ করে ।
স্থানীয় বাসিন্দারা চাইছে, রাজনৈতিক মতপার্থক্য নিজের জায়গায় থাকুক । এলাকায় শান্তি বিরাজ করুক । প্রশাসনের তরফ থেকে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পদক্ষেপ করা হয়েছে ।