হাওড়া, 10 ডিসেম্বর: ফুলশয্যার ফুলও তখনও শুকোয়নি। বাড়িতে তখনও রয়েছেন অতিথিরা। তার মধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বৌভাতের পরদিন ঘর থেকে উদ্ধার হল সদ্য বিবাহিত বরের ঝুলন্ত দেহ (Groom Unnatural Death in Howrah)। যদিও নববধূর দাবি, তাঁদের সম্পর্কে কোনও সমস্যা ছিল না। সকালে তিনি শৌচাগার থেকে ফিরে এসে দেখেন স্বামী ঝুলন্ত অবস্থায় রয়েছেন। সদ্য বিয়ে হয়েছে তাঁদের। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার শালিমার এলাকায়।
হাওড়ার শালিমার এলাকার যুবক আদর্শ সাউয়ের সঙ্গে 7 তারিখ বিবাহ হয়েছিল ব্যারাকপুরের এক যুবতীর। দুই পরিবারের দেখাশোনা করে দু'জনের বিয়ের ঠিক করেছিলেন পরিবারের লোকজন। পেশায় গাড়িচালক আদর্শ সাউয়ের এই বিয়েতে সম্মতি ছিল। ধুমধাম করেই বিয়ে হয় দু'জনের। বৃহস্পতিবার ছিল ফুলশয্যা। শুক্রবার ভোরে নববধূ ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেলে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। তিনি ফিরে এসে দেখেন ওই ঘরেই গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে আদর্শ। কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। খবর দেওয়া হয় পুলিশে। হাসপাতালে নিয়ে গেলে আদর্শ সাউকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।