হাওড়া, 17 জুন : ভারত-চিন সংঘর্ষে শহিদ হয়েছেন 20জন সেনাকর্মী ৷ ঘটনায় দুঃখপ্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ পাশাপাশি ভারতীয় সেনা খুব ভালো কাজ করেছে বলে তাদের প্রতি শ্রদ্ধা জানালেন তিনি ৷ বলেন, "আমাদের সুখ-শান্তির জন্য তাঁরা লড়ে চলেছেন ৷ প্রাণ দিচ্ছেন ৷"
ভারতীয় সেনা খুব ভালো কাজ করেছে, শ্রদ্ধা জানাচ্ছি : রাজ্যপাল - Belur Math
আজ বিকেলে বেলুড় মঠে যান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ বেলুড় মঠ দর্শনের পর শহিদ সেনাকর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি ৷
অতীতের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, "1962 সালের ভারত আর নেই ৷ বিশ্বের চিন্তাধারা বদলেছে ৷ ভারত বদলেছে ৷ ভারতীয় সেনা যে কাজ করেছে, খুব ভালো কাজ করেছে ৷ আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন ৷ শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন পরিস্থিতিতে তারা কত কাজ করেছে ৷ আমি তাদের শ্রদ্ধা জানাচ্ছি ৷ সেলাম জানাচ্ছি ৷ শহিদ সেনাকর্মীদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে ৷ আমাদের রাজ্যের শহিদ দুই জওয়ানের বাড়ি যাব আমি ৷ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করব ৷" পুলওয়ামার শহিদ জওয়ানদের পাশে তিনি থেকেছেন বলেও জানান ৷
আজ বিকেলে বেলুড় মঠে যান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ বেলুড় মঠ দর্শনের পর শহিদ সেনাকর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি ৷ মঠের সন্ন্যাসীদের সঙ্গে আলাপচারিতার পাশাপাশি প্রায় আধ ঘণ্টা মঠে সময় কাটান তিনি ৷ লকডাউনের পর সবরকম সতর্কতা ও কোরোনার বিরুদ্ধে সবরকম ব্যবস্থা নেওয়ার জন্য ও মঠে ভক্তদের জন্য মন্দির উন্মুক্ত করার প্রশংসা করেন ৷ কোরোনা ও আমফানের ধাক্কা সামলাতে গোটা দেশ যেন রাজ্যের পাশে থাকে বলে বার্তা দেন ৷