পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দেওয়া হচ্ছে না স্যানিটাইজার ও মাস্ক, ক্ষুব্ধ বাসচালক-কন্ডাক্টর - স্যানিটাইজ

গত বছর করোনা সংক্রমনের ঢেউ আছড়ে পড়তেই পরিবহন দফতর থেকে সরকারি বাস ডিপোতে সব বাস স্যানিটাইজ করা হত । এর পাশাপাশি বাসের চালক, কন্ডাক্টরদের হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক দেওয়া হয়েছিল । কিন্তু এবারে এখনও পর্যন্ত কিছু দেওয়া হয়নি বলে অভিযোগ সরকারি বাসের চালক এবং কনডাক্টরদের ।

বাস
বাস

By

Published : Apr 24, 2021, 3:29 PM IST

হাওড়া, 24 এপ্রিল : কোভিড পরিস্থিতিতে বিধিবদ্ধ ব্যবস্থা নিক সরকার, দাবি করছেন চালক থেকে বাসযাত্রীরা সকলে । করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই দ্রুত গতিতে ছড়াচ্ছে সংক্রমণ । হু হু করে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা । করোনা আবহে সরকারি এবং বেসরকারি বাসে স্যানিটাইজ না হওয়ায় আতঙ্কিত চালক, কন্ডাক্টর এবং যাত্রীরা । তাঁরা চাইছেন গতবারের মতো এবারেও স্যানিটাইজ করা হোক বাস ।

গত বছর করোনা সংক্রমনের ঢেউ আছড়ে পড়তেই পরিবহন দফতর থেকে সরকারি বাস ডিপোতে সব বাস স্যানিটাইজ করা হত । এর পাশাপাশি বাসের চালক, কন্ডাক্টরদের হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক দেওয়া হয়েছিল । কিন্তু এবারে এখনও পর্যন্ত কিছু দেওয়া হয়নি বলে অভিযোগ সরকারিবাসের চালক এবং কনডাক্টরদের । এর পাশাপাশি বেসরকারি বাসেও কোন স্যানিটাইজেশন করা হচ্ছে না ।

বিধিবদ্ধ ব্যবস্থা নিক সরকার, দাবি চালক থেকে বাস যাত্রী সকলের

হাওড়া বাস মিনিবাস সমন্বয় কমিটির সভাপতি নিখিলেশ মুখোপাধ্যায় স্বীকার করেন যে, বাস থেকে সংক্রমণ ছড়াতে পারে । গতবছর হাওড়া পুরসভা থেকে তাঁদের বাসগুলিকে স্যানিটাইজ করে দেওয়া হত । কিন্তু এবারে পরিবহন দফতর অথবা পুরসভা থেকে কোনও নির্দেশ অথবা ব্যবস্থা নেওয়া হয়নি । যেহেতু এখন বাসে যাত্রী সংখ্যা কম হচ্ছে তাই তাঁদের পক্ষেও খরচ করে স্যানিটাইজ করা সম্ভব হচ্ছে না ।

এদিকে বাসের চালক এবং কন্ডাক্টররা জানিয়েছেন, তাঁদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার না দেওয়ার কারণে তাঁরা যথেষ্ট আতঙ্কিত । কার্যত জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা বাস চালাচ্ছেন । যাত্রীরা অভিযোগ করেন, জীবানুনাশক ব্যবহার না করায় বাস থেকে দ্রুত সংক্রমণ ছড়াতে পারে । তাই বাস স্যানিটাইজ করার দাবি জানাচ্ছে তাঁরাও ৷

আরও পড়ুন :বিজেপির বিরুদ্ধে হাওড়ায় দাঙ্গা লাগানোর অভিযোগ অরূপ রায়ের

ABOUT THE AUTHOR

...view details