হাওড়া ও কলকাতা, 28 জানুয়ারি: বীরভূমের বগটুই কাণ্ডে (Bogtui Massacre) নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের চেক বিলি নিয়ে শুরু হয়েছে নয়া তরজা ৷ বিজেপির অভিযোগ, নিহতদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে যে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, সেই টাকা এসেছে মিড-ডে মিলের জন্য বরাদ্দ অর্থ থেকে ! এ নিয়ে শনিবার সকাল থেকেই সরগরম রাজ্য-রাজনীতি ৷ বিষয়টি নিয়ে মুখ খুললেন রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim Reaction on Cheque Controversy) ৷ সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থ নয়ছয় করার অভিযোগ একবাক্যে খারিজ করে দিলেন তিনি ৷
ঘটনাটি ঠিক কী ?
গতবছর বীরভূমের রামপুরহাটের বগটুইয়ে গণহত্যার ঘটনা ঘটে ৷ আগুন পুড়িয়ে খুন করা হয় 10 জনকে ৷ সেই ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেয় রাজ্য সরকার ৷ সেইসঙ্গে, পোড়া ঘর সংস্কারের জন্য আরও 2 লক্ষ টাকা করে দেওয়া হয় ৷ সেই ক্ষতিপূরণের কয়েকটি চেক শনিবার সংবাদমাধ্যমের হাতে আসে ৷ সেগুলিকেই প্রমাণ হিসাবে তুলে ধরে দাবি করা হয়, মিড-ডে মিলের জন্য বরাদ্দ টাকা বগটুইয়ে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হয়েছে !
আরও পড়ুন:বগটুই-কাণ্ডে ক্ষতিপূরণের ঘোষণা, তৃণমূল নেতা আনারুলকে গ্রেফতারের নির্দেশ মুখ্যমন্ত্রীর