পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Firhad Hakim: এ রকম ছ্যাবলামি তৃণমূল কংগ্রেস সমর্থন করে না, মদনের তর্পণ ইস্যুতে ফিরহাদ উবাচ

হাওড়ায় ফুল বাজারের উদ্বোধনে এসে পৌর নির্বাচন থেকে শুরু করে মদন মিত্রের তর্পণ ইস্যু নিয়ে মন্তব্য করলেন ফিরহাদ হাকিম(Firhad Hakim)৷

ETV Bharat
ফিরহাদ হাকিম

By

Published : Sep 26, 2022, 10:23 PM IST

হাওড়া, 26 সেপ্টেম্বর: পুরাতন হাওড়া পৌরনিগমের 50টি ওয়ার্ডে ডিলিমিটেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে হাওড়া জেলা প্রশাসন । যদিও তা নিয়ে জেলাশাসকের সাংবিধানিক অধিকার নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে । সোমবার হাওড়া ফুল বাজারের উদ্বোধনে এসে হাওড়া পৌরনিগমের নির্বাচনের বিতর্ক ফের উস্কে দিলেন নগরান্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim Comments on Madan Mitra Tarpan Issue)।

এদিন তিনি জানান, তাঁদের দফতর থেকে জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছিল হাওড়া পৌরনিগমের 50টি ওয়ার্ডকে পুনর্বিন্যাস করার জন্য । যদিও বর্তমানে হাওড়া পৌরনিগমের অন্তর্ভূক্ত মোট 66টি ওয়ার্ড । যার মধ্যে রয়েছে পূর্বতন বালি পৌরসভার 26টি ওয়ার্ড ।

তবে এ প্রসঙ্গে মন্ত্রী কোনও কথা না বললেও তিনি জানান, নির্বাচন কবে হবে সেটা কমিশন ঠিক করবে । আর জেলা শাসকের নেতৃত্বে পুনর্বিন্যাসের কাজ শেষ হলে নগরোন্নয়ন দফতর থেকে তা নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হবে ৷ রাজ্য সরকার নির্বাচনের জন্য প্রস্তুত আছে ৷ যত ছোট ওয়ার্ড হবে পরিষেবা দিতে তত সুবিধা হবে ।

হাওড়ায় ফুলবাজারের উদ্বোধনে এসে একাধিক বিষয়ে কথা বললেন ফিরহাদ হাকিম

পাশাপাশি মদন মিত্রের শুভেন্দু ও দিলীপ ঘোষের নাম তর্পণ করার কাজকে দল সমর্থন করে না বলেই উল্লেখ করেন তিনি । তাঁর কথায়, অন্য রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে মত পার্থক্য থাকতেই পারে । তবে কারোর মৃত্যু কামনা করে এই ধরনের ছ্যাবলামিকে দল সমর্থন করে না ।

এছাড়াও উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজার বিষয়ে তিনি বলেন,"দল সবাইকে সব কিছু দিতে পারে না । ওকে বিধায়ক করেছে দল । সমীর দলের খুব প্ৰিয় লড়াকু নেতা, তাই সে আগামীদিনেও দলের সঙ্গেই থাকবে ৷"

আরও পড়ুন :ধাপায় চালু হল পচনশীল বর্জ্য থেকে বায়ো সিএনজি গ্যাস উৎপাদনের প্লান্ট

ABOUT THE AUTHOR

...view details