হাওড়া, 26 সেপ্টেম্বর: পুরাতন হাওড়া পৌরনিগমের 50টি ওয়ার্ডে ডিলিমিটেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে হাওড়া জেলা প্রশাসন । যদিও তা নিয়ে জেলাশাসকের সাংবিধানিক অধিকার নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে । সোমবার হাওড়া ফুল বাজারের উদ্বোধনে এসে হাওড়া পৌরনিগমের নির্বাচনের বিতর্ক ফের উস্কে দিলেন নগরান্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim Comments on Madan Mitra Tarpan Issue)।
এদিন তিনি জানান, তাঁদের দফতর থেকে জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছিল হাওড়া পৌরনিগমের 50টি ওয়ার্ডকে পুনর্বিন্যাস করার জন্য । যদিও বর্তমানে হাওড়া পৌরনিগমের অন্তর্ভূক্ত মোট 66টি ওয়ার্ড । যার মধ্যে রয়েছে পূর্বতন বালি পৌরসভার 26টি ওয়ার্ড ।
তবে এ প্রসঙ্গে মন্ত্রী কোনও কথা না বললেও তিনি জানান, নির্বাচন কবে হবে সেটা কমিশন ঠিক করবে । আর জেলা শাসকের নেতৃত্বে পুনর্বিন্যাসের কাজ শেষ হলে নগরোন্নয়ন দফতর থেকে তা নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হবে ৷ রাজ্য সরকার নির্বাচনের জন্য প্রস্তুত আছে ৷ যত ছোট ওয়ার্ড হবে পরিষেবা দিতে তত সুবিধা হবে ।