পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Eastern Railway: পূর্ব রেলের লিলুয়া ওয়ার্কশপে আগুন, ক্ষতিগ্রস্ত একটি বগি

পূর্ব রেলের লিলুয়া ওয়ার্কশপে (Eastern Railway Workshop) আগুন লাগে । আগুনে ক্ষতিগ্রস্ত হয় একটি বগি । হতাহতের সংখ্যা শূন্য ।

Fire in Eastern Railway Liluah Workshop
Fire in Eastern Railway Liluah Workshop

By

Published : Oct 18, 2022, 8:56 PM IST

হাওড়া, 18 অক্টোবর:মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ পূর্ব রেলের লিলুয়া ওয়ার্কশপের একটি বগিতে আগুন লাগে (Fire in Eastern Railway Liluah Workshop) । ওয়ার্কশপে কর্মচারীরা সেসময় ওখানে কাজ করছিলেন ৷ তখনই আগুন লাগার ঘটনাটি ঘটে । আচমকা আগুন লাগার কারণে আতঙ্ক ছড়িয়ে পরে ওয়ার্কশপে । এরপরই দমকলে খবর দেওয়া হয় ।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের 3টি ইঞ্জিন । আগুনের তীব্রতা বেশি থাকার কারণে ঘটনাস্থলে তিনটি ইঞ্জিন আসে । আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা । যে বগিতে আগুন লাগে সেটি আলাদা লাইনে দাঁড়িয়েছিল বলে পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে । সেই কারণে অন্য বগিতে আগুন ছড়িয়ে পড়তে পারেনি ।

মূলত ঠিক কী কারণে এই আগুন লাগার ঘটনা ঘটলো, তা নিয়ে পূর্ব রেলের তরফ থেকে কিছু জানায়নি ৷ অনুমান করা হচ্ছে, শর্টসার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটতে পারে । পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (Chief Public Relations Officer) একলব্য চক্রবর্তী জানান, ঘটনায় কেউ হতাহত হয়নি । ওই বগিটি অন্য একটি লাইনে দাঁড়িয়ে ছিল । বগির ভেতরে কোনও কর্মচারী ছিল না বলে এই ঘটনায় কেউ আহত হয়নি ।

আরও পড়ুন:হাওড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে প্রিজন ভ্যান, ঘটনায় আহত 2 স্কুল পড়ুয়া

পাশাপাশি তিনি জানান, আধ ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে । বর্তমানে লিলুয়া ওয়ার্কশপে পুরো মাত্রাতেই কাজ চলছে । আগুনের জন্য সাময়িক কাজ বন্ধ থাকলে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেই তিনি দাবি করেন । যদিও এই আগুনের ঘটনায় ওই বগির ভিতরে ক্ষয়ক্ষতি হয়েছে বলেই পূর্ব রেল সূত্রে খবর ।

ABOUT THE AUTHOR

...view details