পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fire in Paint Factory : হাওড়ায় রঙের কারখানাতে আগুন, আহত 18

শালিমারের কাছে রঙের কারখানাতে আগুন(Fire in paint factory)৷ দমকলের 8টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ৷ তবে এই ঘটনায় 18 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দমকল মন্ত্রী ৷

Fire in paint factory news
রঙের কারখানাতে আগুন

By

Published : Jun 8, 2022, 4:36 PM IST

Updated : Jun 8, 2022, 6:01 PM IST

হাওড়া, 8 জুন :হাওড়ায় আগুন ৷ বুধবার দুপুরে শালিমারের কাছে রঙের কারখানাতে আগুন লাগে (Fire in paint factory)। আহত হন ছয় থেকে সাত জন ৷ কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা । পুড়ে যায় কারখানার একাংশ ৷ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন ।পরে আরও পাঁচটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ৷

দমকল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, প্রথমে ছয় থেকে সাত জনের আহত হওয়ার খবর পাওয়া গেলেও পরে দমকল মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় 17 থেকে 18 জন আহত হয়েছেন । স্থানীয় বাসিন্দা জিতেন্দ্র কুমার জানান, আগুন লাগার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন । এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি ৷ তবে দমকলের কর্মীরা চেষ্টা করেছেন ৷ যদিও এর কিছুক্ষণ পরে আগুন নিয়ন্ত্রণে আসে ৷

আরও পড়ুন:শিলিগুড়ি রেস্তোরাঁয় আগুন ! জখম এক

বার্জার পেন্টসের কারখানার আগুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । ইতিমধ্যেই গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে সিইএসএসি । অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বোস । তিনি বলেন, "অগ্নিকাণ্ডের ঘটনায় 17 থেকে 18 জন আহত হয়েছেন তাঁদের চিকিৎসা চলছে ।" এছাড়াও বিধ্বংসী আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন দক্ষিণ হাওড়ার বিধায়ক নন্দিতা চৌধুরী ও রাজ্য সমবায় মন্ত্রী অরূপ রায় । তাঁরা দমকলের কাজে ও আহতদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ খবর নেন । আহতদের হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ আহতের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর ৷

Last Updated : Jun 8, 2022, 6:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details