শালিমার (হাওড়া), 30 অক্টোবর: ছটপুজোর দিনে হাওড়ার শালিমারে ভয়াবহ অগ্নিকাণ্ড (Shalimar Fire Incident) ৷ রবিবার ভোরে শালিমারের বি গার্ডেন থানা এলাকার 5 নম্বর গেটের কাছে ভয়াবহ আগুন লাগে (Fire Breaks Out in Shalimar) ৷ ঘটনায় কমপক্ষে 8টি দোকান পুড়ে ছাই ৃ হয়ে গিয়েছে বলে খবর (Eight Shops Burned) ৷ আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে ৷ আর ভোরবেলা এই দুর্ঘটনা ঘটায় লোকজন খুব বেশ ছিল না ৷ ফলে আগুন লাগার খবর দমকলের কাছেও দেরিতে পৌঁছায় বলে স্থানীয় সূত্রে খবর ৷
দমকল সূত্রে খবর, একটি খাবার দোকান, মোবাইলের দোকানের পাশাপাশি আরও বেশ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে ৷ ভোর বেলা এলাকার স্থানীয় মানুষজন চারদিক ধোঁয়ায় ঢেকে থাকতে দেখেন ৷ এর পরই খবর দেওয়া হয় স্থানীয় দমকল ও বি গার্ডেন থানাকে ৷ আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিগার্ডেন থানার পুলিশ ৷ ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 2টি ইঞ্জিন ৷ প্রায় এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় দমকলের 2টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ৷ আগুন লাগার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷