হাওড়া, ২৬ ফেব্রুয়ারি : হাওড়ার একটি নার্সিংহোমে অক্সিজেনের পাইপ ফেটে আগুন লাগল। দুর্ঘটনাস্থানে দমকলের ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হঠাৎ ধোঁয়ায় ভরে গেল নার্সিংহোম, আতঙ্কে রোগীরা - fire
হাওড়ার একটি নার্সিংহোমে অক্সিজেনের পাইপ ফেটে আগুন লাগল। দুর্ঘটনাস্থানে দমকলের ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
fire
গতকাল রাতে হঠাৎ ধোঁয়ায় ভরে যায় নার্সিংহোম। আতঙ্ক ছড়ায় নার্সিংহোমের রোগী ও তাঁদের আত্মীয়দের মধ্যে। রোগীদের সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্যত্র। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন দুর্ঘটনাস্থানে আসে। দমকল কর্মীদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
দমকল সূত্রে জানা গেছে, নার্সিংহোমের তিনতলার করিডরে অক্সিজেন পাইপ ফেটে এই বিপত্তি ঘটে। কীভাবে পাইপ ফাটল, তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল কর্মীরা।
Last Updated : Feb 26, 2019, 11:45 AM IST