বালটিকুরি, 24 নভেম্বর : বালটিকুরির ESI হাসপাতাল চত্বরে আগুন ৷ আজ দুপুর তিনটে নাগাদ আগুন লাগে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে দমকলের চারটি ইঞ্জিন ৷ প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ৷ হতাহতের কোনও খবর নেই ৷
বালটিকুরি ESI হাসপাতাল চত্বরে আগুন, পুড়ল 60টি ঘর - Baltikuri ESI hospital in Howrah
বালটিকুরির ESI হাসপাতাল চত্বরে আগুন ৷ আজ দুপুর তিনটে নাগাদ আগুন লাগে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে দমকলের চারটি ইঞ্জিন ৷ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ৷
![বালটিকুরি ESI হাসপাতাল চত্বরে আগুন, পুড়ল 60টি ঘর](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5162882-thumbnail-3x2-fire.jpg)
আগুনে হাসপাতাল চত্বরে নির্মাণ শ্রমিকদের প্রায় 60টি টিন ও বাঁশের তৈরি অস্থায়ী ঘর পুড়ে গিয়েছে ৷ ESI হাসপাতালটি নতুনভাবে নির্মাণ করা হচ্ছিল ৷ সেজন্য চত্বরে তৈরি করা হয়েছিল টিন ও বাঁশের কিছু অস্থায়ী ঘর ৷ দমকল কর্মীদের অনুমান, ওই ঘরগুলির কোনওটিতে নির্মাণ শ্রমিকরা দুপুরে রান্না করছিলেন ৷ সেখান থেকে আগুন লাগে ৷ যা পরে অন্য ঘরগুলিতেও ছড়িয়ে পড়ে ৷
নির্মাণ শ্রমিকদের জন্য তৈরি প্রায় অস্থায়ী 60টি ঘর ছাই হয়ে গেছে আগুনে ৷ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ৷ তবে এখনও দমকল কর্মীরা এখনও কুলিং প্রসেস চালিয়ে যাচ্ছে ৷