হাওড়া, 19 ডিসেম্বর:ডুমুরজলায় বস্তি এলাকায় আগুন ৷ মঙ্গলবার সন্ধেয় হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের কাছে ড্রেনেজ ক্যানেল রোডের ধারে একটি বস্তিতে এই অগ্নিকান্ড ঘটে। পুড়ে গিয়েছে 50টির অধিক ক্ষতিগ্রস্থ হয়েছে আগুনে পুড়ে ৷ আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের 6টি ইঞ্জিন ৷ পরবর্তীকালে আরও 4টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয় ৷ যুদ্ধকালীন তৎপরতায় দমকলের 10টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ৷ তবে আগুনের ভয়াবহতা ক্রমশ বাড়তে থাকায় আরও ইঞ্জিন আসতে পারে বলে মনে করা হচ্ছে ৷ প্রাথমিক ভাবে দমকলকর্মীদের অনুমান শর্ট-সার্কিট থেকেই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে ৷
পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার সন্ধেয় হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের কাছে ড্রেনেজ ক্যানেল রোডের ধারে একটি বস্তিতে এই অগ্নিকান্ড ঘটে। শীতের সন্ধ্যাতে বেশ কিছু ব্যক্তি ওই এলাকার পুকুরের ধারে আগুন পোহাচ্ছিলেন ৷ সেই সময়ে আচমকাই দমকা বাতাসে আগুনের লেলিহান শিখা গ্রাস করে পুকুর পাড়ের একের পর এক ঝুপড়ি । যদিও ঠিক কীভাবে এই আগুন লাগল, স্পষ্টভাবে জানায়নি দমকল । দমকল আসার আগেই স্থানীয় বাসিন্দারা আগুন পক্রিয়া শুরু করেন ৷ খবর দেওয়া হয় স্থানীয় চ্যাটার্জীহাট থানা ও দমকল অফিসে । আগুনের একের পর এক গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হয় ৷ ডুমুরজলাতে আগুন লাগার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, 'যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিভিয়ে ফেলেন দমকলের আধিকারিকরা ৷"