হাওড়া, 10 মে :বাবাকে পড়ে থাকতে দেখে বাঁচাতে গিয়ে শর্ট সার্কিটের জেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায় বড় ছেলে ৷ স্বামী ও বড় ছেলেকে এভাবে দেখে তাদের গায়ে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন মা ৷ দিদি এরপর মায়ের পায়ে হাত দিতেই ছিটকে পড়ে যান ৷ ডাকাডাকিতে তড়িঘড়ি ছোট ছেলে এসে সুইচ অফ করতেই মা বেঁচে উঠলেও মৃত্যু হয় বাবা ও বড় ছেলের (Father and Son Died by Short Circuit in Howrah) ৷ হাওড়ার জগাছা থানার অন্তর্গত ইছাপুর পূর্বপাড়া অঞ্চলের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
Short Circuit Death in Howrah : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাওড়ায় বাবা ও ছেলের মৃত্যু - হাওড়ার খবর
শর্ট সার্কিটের জেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা ও বড় ছেলের (Short Circuit Death in Howrah) ৷ ঘটনাটি ঘটেছে হাওড়ার জগাছা থানার অন্তর্গত ইছাপুর পূর্বপাড়া অঞ্চলে ৷
মঙ্গলবার সকালে নিজের বাড়ির হিট ট্রিটমেন্টের কারখানায় কাজ করছিলেন 60 বছরের শৈলেন হাজরা । আচমকাই ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি । বাবাকে এভাবে পড়ে থাকতে দেখে তাঁকে বাঁচাতে এসে বিদ্যুৎস্পৃষ্ট বড় ছেলে স্বপ্ননীল, স্ত্রী ও মেয়ে । ছোট ছেলে ইন্দ্রনীল এসে মেন লাইন থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতেই স্ত্রী ও মেয়ে উঠলেও বড় ছেলে ও বাবার অবস্থা ভাল ছিল না ৷ তাঁদের দু'জনকে প্রথমে স্থানীয় এক বেসরকারি হাসপাতাল ও পরে হাওড়া (Howrah News) জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।
আরও পড়ুন :3 die of electrocution : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খড়দায় একই পরিবারের 3 জনের মৃত্যু