হাওড়া, 23 মার্চ : জলে ডুবে মারা গেছে ছেলে। তার প্রাণ ফিরে পেলে তান্ত্রিকের কাছে ছুটল পরিবার। ঘটনাটি হাওড়ার লিলুয়ার।
লিলুয়ার C রোডের বাসিন্দা রোশন কুমার (16)। গতকাল হোলি খেলার পর পুকুরে হাত-পা পরিষ্কার করতে নেমেছিল। অসাবধানতা বশত পুকুরে পড়ে যায়। সাঁতার না জানায় জলে ডুবে যায়। স্থানীয় কিছু যুবক তাকে উদ্ধার করে লিলুয়ার জয়সওয়াল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
শুনুন কিশোরের বাবার বক্তব্য এরপরই ঘটনা মোড় নেয় অন্যদিকে। হাসপাতাল সূত্রে খবর, মৃতের পরিবার মৃতদেহটিকে জোর করে বাড়ি নিয়ে যেতে চায়। কারণ, কোনও এক তান্ত্রিক তাদের নাকি বলেছে, সে মৃত কিশোরের প্রাণ ফিরিয়ে দেবে। আর এই বিশ্বাসে ভর করেই বাড়ির লোকরা হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে যায় দেহ। বেলুড় থানার পুলিশ ঘটনাস্থানে যাওয়ার আগেই মৃতের পরিজনেরা দেহটি নিয়ে চলে যায়।
সংবাদমাধ্যম বিষয়টি নিয়ে উদ্যোগ নেওয়ার পর পুলিশ তৎপর হয়। বেলুড় থানার পুলিশ মৃত কিশোরের বাড়ি পৌঁছে ফের দেহটিকে নিয়ে আসে। এই ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। যে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর কথা সেটা কি করে হাসপাতাল থেকে পরিবারের লোকজন নিয়ে যেতে পারে? হাওড়া শহরের বুকে কী ভাবে এই কুসংস্কার রয়েছে ? কী ভাবে চলছে তান্ত্রিকের ভণ্ডামি ? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
তান্ত্রিকের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।