হাওড়া, 27 ফেব্রুয়ারি: হাওড়ার সাঁতরাগাছি থানা এলাকায় গুলি করে খুনের চেষ্টার ঘটনা ঘটে (Family Clash In Howrah)। পুলিশ সূত্রের খবর আহতের নাম সিকান্দর আলি (23)। হাওড়ার সাঁতরাগাছি এলাকার উনসানী গোয়ালবাটি এলাকার বাসিন্দা তিনি। আহত সিকান্দর আলির পরিবারের বোনের সঙ্গে বিবাহ হয় নাসির আনসারির। বিবাহের পর থেকেই সাংসারিক অশান্তি লেগেই ছিল। সম্প্রতি নাসির তাঁর স্ত্রীকে ছেড়ে দেয়। তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপরে সাংসারিক অশান্তি রূপান্তরিত হয় পারিবারিক অশান্তিতে। নাসির আনসারি ও সিকান্দর আলির পরিবারের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল।
আজ সকালে সিকান্দর যখন বাড়ির সামনে মুখ ধুচ্ছিল ঠিক সেইসময় তাঁর পিছন থেকে গুলি চালায় নাসির আনসারি। গুলি গিয়ে তার মেরুদণ্ডের পাশে আঘাত করে। সিকান্দর আলি সেখানেই লুটিয়ে পড়েন। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় নাসির। গুলির আওয়াজ শুনে বাড়ির লোক ও এলাকার প্রতিবেশীরা ছুটে আসে। তারা দেখে সেখানে মাটিতে পড়ে ছটফট করছে সিকান্দর। এরপর তড়িঘড়ি তাঁকে হাওড়া হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাঁর চিকিৎসা শুরু হয়৷