পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Family Clash In Howrah: পারিবারিক অশান্তির জেরে খুনের চেষ্টা, শিরদাঁড়ায় আটকে রয়েছে গুলি - পারিবারিক অশান্তির জেরে গুলি করে খুনের চেষ্টা হাওড়ায়

সিকান্দর আলিকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ ওঠে বোনের স্বামী নাসির আনসারির বিরুদ্ধে (Family Clash In Howrah) ৷ ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁতরাগাছি এলাকার উনসানী গোয়ালবাটি এলাকায় ৷ নাসিরের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ।

Family Clash In Howrah
পারিবারিক অশান্তির জেরে গুলি করে খুনের চেষ্টা হাওড়ায়

By

Published : Feb 27, 2022, 10:50 PM IST

হাওড়া, 27 ফেব্রুয়ারি: হাওড়ার সাঁতরাগাছি থানা এলাকায় গুলি করে খুনের চেষ্টার ঘটনা ঘটে (Family Clash In Howrah)। পুলিশ সূত্রের খবর আহতের নাম সিকান্দর আলি (23)। হাওড়ার সাঁতরাগাছি এলাকার উনসানী গোয়ালবাটি এলাকার বাসিন্দা তিনি। আহত সিকান্দর আলির পরিবারের বোনের সঙ্গে বিবাহ হয় নাসির আনসারির। বিবাহের পর থেকেই সাংসারিক অশান্তি লেগেই ছিল। সম্প্রতি নাসির তাঁর স্ত্রীকে ছেড়ে দেয়। তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপরে সাংসারিক অশান্তি রূপান্তরিত হয় পারিবারিক অশান্তিতে। নাসির আনসারি ও সিকান্দর আলির পরিবারের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল।

আজ সকালে সিকান্দর যখন বাড়ির সামনে মুখ ধুচ্ছিল ঠিক সেইসময় তাঁর পিছন থেকে গুলি চালায় নাসির আনসারি। গুলি গিয়ে তার মেরুদণ্ডের পাশে আঘাত করে। সিকান্দর আলি সেখানেই লুটিয়ে পড়েন। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় নাসির। গুলির আওয়াজ শুনে বাড়ির লোক ও এলাকার প্রতিবেশীরা ছুটে আসে। তারা দেখে সেখানে মাটিতে পড়ে ছটফট করছে সিকান্দর। এরপর তড়িঘড়ি তাঁকে হাওড়া হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাঁর চিকিৎসা শুরু হয়৷

আরও পড়ুন: আনিশ-কাণ্ডের প্রতিবাদে বাম ছাত্র-যুবদের বিক্ষোভে রণক্ষেত্র পানিয়ারা, গ্রেফতার 17

সিকান্দর আলির এক্স-রে করানো হয় গুলির অবস্থান বোঝার জন্য। তাতে দেখা যায় তাঁর পিঠের শিরদাঁড়ার ঠিক পাশেই গুলিটি আটকে আছে। সিকান্দর আলিকে কলকাতার নীলরতন মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সিকান্দরের পরিবারের তরফ থেকে সাঁতরাগাছি থানায় নাসিরের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান হয়। পলাতক নাসিরের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। পলাতক নাসিরের পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details