হাওড়া, 7 মে : হাওড়াতে ফের ভুয়ো চিকিৎসক ধরা পড়ল পুলিশের জালে (fake doctor detain in howrah) । চিকিৎসক সেজে বছরের পর বছর ধরে অন্য চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে রমরমিয়ে ব্যবসা ফেঁদেছিলেন বিনীত কুমার সিং নামে এক ভুয়ো চিকিৎসক। হাওড়ার বাকসারা রোড এলাকার চন্দনা হেলথ সেন্টার নামে একটি ক্লিনিক-সহ বেশ কিছু জায়গায় নিজের ওই জাল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা করছিলেন তিনি।
সম্প্রতি ডাঃ অশোকতরু সেনগুপ্ত নামে এক চিকিৎসক মেডিক্যাল কাউন্সিলে এই বিষয়ে অভিযোগ জানান। তিনি অভিযোগ পত্রে লেখেন তাঁর রেজিস্ট্রেশন ব্যবহার করে চিকিৎসা চালাচ্ছেন এই ভুয়ো চিকিৎসক। বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জমা পড়ে ব্যাঁটরা থানাতেও। অশোকতরুবাবু জানান, হঠাৎ এক রোগীর প্রেসক্রিপশন মারফৎ খেয়াল করেন তাঁর রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে অন্য একজন চিকিৎসক প্রেসক্রিপশন লিখেছে।