পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Train Route Changed: বদলাচ্ছে এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ, জেনে নিন কোন কোন ট্রেনে প্রভাব পড়বে - express train route changed

রেললাইনের কাজের কারণে আগামী 10 ও 11 অগস্ট বেশকিছু ট্রেনের যাত্রাপথে বদল হবে বলে জানিয়েছে পূর্বরেল (Change in Express Train Routs) ৷

eastern railway
বদলাচ্ছে এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ

By

Published : Aug 5, 2022, 11:07 PM IST

কলকাতা, 5 অগস্ট: পশ্চিম-মধ্য রেলে ডবল লাইনে রক্ষণাবেক্ষণের কাজের কারণে কয়েকটি ট্রেনের যাত্রা পথের পরিবর্তন করল পূর্বরেল । আগামী 10 এবং 11 অগস্ট এই দু'দিন বেশকিছু ট্রেন ঘুরপথে চলবে বলে জানিয়েছে পূর্ব রেল (Change in Express Train Routs) ৷

যে ট্রেনগুলির যাত্রাপথ পরিবর্তন হয়েছে সেগুলির মধ্যে রয়েছে, 13026 ভোপাল-হাওড়া এক্সপ্রেস, 19413 আমেদাবাদ-কলকাতা এক্সপ্রেস ৷ 10 অগস্ট এই ট্রেন দুটিকে কান্তিমুরয়ারা-সাতনা-প্রয়াগরাজ -দীন দয়াল উপাধ্যায় জংশন–গারওয়া রোড দিয়ে যাত্রা করতে হবে ৷ এর আগে এই ট্রেনটি কান্তিমুরয়ারা–সিংড়াওলি–গারওয়া রোড দিয়ে যাত্রা করত ।

আরও পড়ুন: প্রতিটি স্কুলে বাধ্যতামূলক 'জয় হিন্দ বাহিনী', আত্মপ্রকাশ স্বাধীনতার 75তম বছরে

এড়াড়াও, 19607 কলকাতা–মাদার জংশন এক্সপ্রেস 11 তারিখ গারওয়া রোড-দীন দয়াল উপাধ্যায় জংশন–প্রয়াগরাজ– সাতনা–কান্তিমুরয়ারা দিয়ে যাত্রা করবে । এই ট্রেনটি আগে গারওয়া রোড–সিংড়াওলি –কান্তিমুরয়ারা হয়ে যাত্রা করত । এই কারণে যাত্রী অসুবিধার কথা মাথায় রেখে পূর্ব রেলের তরফ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details