পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Student Leader Anish Khan Death : বামদল থেকে আইএসএফে কেন ছাত্রনেতা আনিশ ? দল বদলই কাল ? - সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনে আনিশ

আমতার বাসিন্দা তথা ছাত্রনেতা আনিশ খানের মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে ৷ তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এবং তা পুলিশকে জানিয়েছিলেন (Howrah Amta Student Death) ৷

Ex Aliah University student Anish Khan
হাওড়া আমতার সক্রিয় ছাত্রনেতা আনিশ

By

Published : Feb 20, 2022, 1:07 PM IST

আমতা, 20 ফেব্রুয়ারি : ছাত্রনেতা আনিশের মৃত্যু রহস্য আরও ঘনীভূত হচ্ছে । আনিশ কি জানতেন তিনি খুন হতে পারেন ? পরিবার সূত্রে জানা গিয়েছে, খুনের আগের দিন আমতা থানায় আনিশের নিরাপত্তাহীনতার কথা লিখিতভাবে জানানো হয় । কিন্তু পরিবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, চিঠি পেয়েও কোনও ব্যবস্থা নেয়নি আমতা থানা । কিন্তু এই নিরাপত্তাহীনতা কেন, তা ভাবাচ্ছে পরিবারকে (Student Leader Anish Khan Death) । এই ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলিয়া বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন আনিশ খান ৷ সম্প্রতি তিনি আইএসএফ-এ যোগ দেন ৷ দলবদলের কারণ স্পষ্ট জানা যায়নি । তবে কি শিবির পরিবর্তন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন আমতার ছাত্রনেতা ? খুনের রাতে পাড়ার জলসাতে গিয়েছিলেন তিনি ৷ সেখান থেকেই কি খুনিরা জানতে পারে যে আনিশ বাড়ি ফিরেছেন ?

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দার দাবি, আনিশকে পরিকল্পনা করে খুন করা হয়েছে এবং এর পিছনে কোনও বড় চক্র যুক্ত রয়েছে । সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন আনিশ ।আন্দোলনের সময় তাঁর বিরুদ্ধে বাগনান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । যদিও পরে এ নিয়ে পুলিশ বিশেষ কোনও পদক্ষেপ করেনি ।

আরও পড়ুন : Howrah Amta Student Death : পুলিশ পরিচয়ে ছাদ থেকে ফেলে আইএসএফ-এর ছাত্রনেতা খুন ! ঘনাচ্ছে রহস্য

আনিশ বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতেন । গ্রামের বাড়িতে খুব কমই আসতেন । চলতি শিক্ষাবর্ষে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করছিল যুবনেতা আনিশ ৷ বাসিন্দার দাবি, পুলিশের পোশাক পরে এলে বাড়িতে ঢুকতে সুবিধা হবে ও খুন করে এলাকা ছেড়ে বেরিয়ে যাওয়াও সহজ ৷ তাই অততায়ীরা ওই ছদ্মবেশে এসেছিল ।

তাও প্রশ্ন থেকে যাচ্ছে, অভিযুক্তরা কি সত্যি পুলিশ ? তাদের কাছে আগ্নেয়াস্ত্র এল কীভাবে ? যদিও আমতা থানা গতকাল দাবি করেছে, থানা থেকে কোনও কর্মী শুক্রবার রাতে আনিশের বাড়িতে যাননি । গতকাল রাতে আইএসএফ-এর প্রতিনিধিদল তাঁর পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছে ৷ তারা আনিশের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন ।

পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, শুক্রবার সন্ধেয় পাড়ার একটি জলসা থেকে গভীর রাতে বাড়ি ফেরেন আমতার সারদা দক্ষিণ খাঁ পাড়া এলাকার বাসিন্দা আনিশ । এর কিছুক্ষণ পরে রাত 1টা নাগাদ হঠাৎ চারজন লোক তাঁর বাড়িতে যায় ৷ তাদের মধ্যে একজন পুলিশের পোশাক পরে থাকলেও বাকিরা জলপাই রঙের পোশাকে ছিল ৷ তারা নিজেদের পুলিশ পরিচয় দেয় ৷ তিনজন বাড়ির ভেতরে ঢুকে সিঁড়ি দিয়ে তিনতলায় ওঠে ৷ সেখান থেকে আনিশকে ধাক্কা দিতে দিতে তিনতলার ছাদে নিয়ে যায় এবং নিচে ফেলে দেয় ৷ মারা যান ছাত্রনেতা আনিশ খান ৷

আরও পড়ুন : Howrah Amta Student Death : আনিশ খানের মৃত্যুতে ক্রমশ বাড়ছে ক্ষোভ, পথ অবরোধ কলকাতায়

ABOUT THE AUTHOR

...view details