পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আন্তর্জাতিক পশুপাচার তদন্তে হাওড়ার বেলিলিয়াস রোডে হানা ইডি’র - বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে

2020 সালে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের কাছে কেন্দ্রীয় বিহার হাউসিং কমপ্লেক্সে হানা দিয়ে সেখান থেকে একটি সিংহ শাবক ও তিনটি বিরল প্রজাতির সাদা মাথার লেঙ্গুর (একধরণের এশীয় প্রজাতির বাঁদর) উদ্ধার হয় ৷ সেই ঘটনার তদন্তে আজ হাওড়ার বেলিলিয়াস রোডের এক আবাসনে হানা দিল ইডি ৷

ED raid on Bellias Road in Howrah in an international animal trafficking investigation
আন্তর্জাতিক পশুপাচার তদন্তে হাওড়ার বেলিলিয়াস রোডে হানা ইডি’র

By

Published : Mar 16, 2021, 3:46 PM IST

হাওড়া, 16 মার্চ : আন্তর্জাতিক পশুপাচার মামলায় হাওড়ার বেলিলিয়াস রোডের একটি অ্যাপার্টমেন্ট হানা দিল ইডি ৷ গত বছর দক্ষিণেশ্বরের বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার হওয়া সিংহ শাবক উদ্ধারের মামলার তদন্ত করতে নেমে এই আবাসনের খোঁজ পায় গোয়েন্দারা ৷ সেই ঘটনায় গ্রেফতার হওয়া তিনজনের মধ্যে এক পাচারকারীর ওই আবাসনে থাকত ৷ সেখান থেকেই কিছু গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করতেই আজ ইডি-র আধিকারিকরা সেখানে যান ৷

প্রসঙ্গত, 2020 সালে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের কাছে কেন্দ্রীয় বিহার হাউসিং কমপ্লেক্সে হানা দেয় বনবিভাগের কর্মীরা ৷ সেখান থেকে একটি সিংহ শাবক ও তিনটি বিরল প্রজাতির সাদা মাথার লেঙ্গুর (একধরণের এশিয় প্রজাতির বাঁদর) উদ্ধার করেন তাঁরা ৷ সেই সঙ্গে ওয়াসিম রহমান, ওয়াজিদ আলি এবং মহম্মদ গুলাম গাউসকে গ্রেফতার করা হয় ৷ জানা গিয়েছিল বাংলাদেশ থেকে এই প্রাণিগুলিকে পাচারের বরাত পেয়েছিল ধৃতেরা ৷ সেই মতো সিংহ শাবক ও লেঙ্গুরগুলিকে পশ্চিম ভারতে পাচারের পরিকল্পনা ছিল তাদের ৷ বনবিভাগের তরফে পাওয়া খবর অনুযায়ী, ভারত ও তার প্রতিবেশী দেশের মধ্যে চোরাচালানের জন্য পশ্চিমবঙ্গকে ‘ট্রানজ়িট পয়েন্ট’ হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা ৷

গতবছর উদ্ধার হওয়া সেই সিংহ শাবক

আরও পড়ুন : সাংবাদিক সেজে হাতির দাঁত, গন্ডারের খড়গ পাচারের চেষ্টা; ধৃত 3

এই মামলাতেই ধৃত এক পাচারকারীর হাওড়ার বেলিলিয়াস রোডে একটি ফ্ল্যাট রয়েছে ৷ তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা সেই আবাসন সম্পর্কে জানতে পারে ৷ সেই মতো আজ সকালে সেখানে হানা দিয়ে, বেশ কিছু নথি ইডি উদ্ধার করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details