হাওড়া, 1 মার্চ:বুধবারও রাজ্যে জারি থাকল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের তল্লাশি অভিযান (Enforcement Directorate Raid) ৷ এদিন কলকাতার পাশাপাশি হাওড়াতেও তল্লাশি চালান ইডি আধিকারিকরা (ED Raid in Howrah) ৷ হাওড়ার বাসিন্দা এক ব্যবসায়ীর বাড়িতে এই অভিযান চালানো হয় ৷ ওই ব্যবসায়ীর নাম রামেন্দু চট্টোপাধ্যায় ৷ বর্তমানে তিনি হাজতবাস করছেন ৷
সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হিসেব বহির্ভূত সম্পত্তির মামলায় রামেন্দু চট্টোপাধ্য়ায়ের জগাছার বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা ৷ উল্লেখ্য, জগাছা থানা এলাকার বাসিন্দা রামেন্দু চট্টোপাধ্য়ায় টাওয়ার গোষ্ঠী নামে একটি চিটফান্ড সংস্থার মালিক ৷ একটা সময় এই টাওয়ার গোষ্ঠীর রমরমা কারবার ছিল ৷ একাধিক ব্যবসা চালাত তারা ৷ এমনকী, তাদের মালিকানাধীন দৈনিক সংবাদপত্রও ছিল ৷ টাওয়ার গোষ্ঠীর প্রযোজনায় বাংলা সিনেমাও তৈরি হয়েছিল ৷ তবে, পরবর্তীতে চিটফান্ড মামলায় টাওয়ার গোষ্ঠীর কর্ণধার রামেন্দু চট্টোপাধ্য়ায়কে গ্রেফতার করে সংশ্লিষ্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তারপর প্রায় 10 বছর কেটে গিয়েছে ৷
আরও পড়ুন:কুন্তল মিথ্যেবাদী, ফের ইডি দফতরে এসে জানালেন তাপস-ঘনিষ্ঠ গোপাল দলপতি