কলকাতা, 4 অগস্ট:যাত্রী স্বাচ্ছন্দ্য ও ভিড় কমানোর লক্ষ্যে কলকাতা ও আগরতলা স্টেশনের মধ্যে স্পেশাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Kolkata-Agartala Special Train)। আগামী 6 তারিখ যাত্রা শুরু হবে এই ট্রেনের (Eastern Railway)৷
05628 আগরতলা-কলকাতা স্পেশাল ট্রেন ভায়া দেওঘর আগরতলা থেকে 6 তারিখ (শনিবার) বিকেল 3টে নাগাদ যাত্রা শুরু করবে । ওই ট্রেনটি পরের দিন সকাল 8:50 মিনিটে কলকাতা স্টেশন পৌঁছবে । পাশাপাশি 9 তারিখ (মঙ্গলবার) 05627 কলকাতা-আগরতলা স্পেশাল ভায়া দেওঘর ট্রেনটি কলকাতা স্টেশন থেকে সকাল 6টায় রওনা দিয়ে বিকেল 3টে নাগাদ আগরতলা স্টেশনে পৌঁছবে ।
স্পেশাল ট্রেনটি নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর, শান্তিনিকেতন, সাঁইথিয়া, রামপুরহাট, দুমকা, দেওঘর, বাঙ্কা, ভাগলপুর ও মঙ্গর স্টেশনে থামবে । আপ ও ডাউন দুই লাইনেই এই স্টেশনগুলোতে থামবে ট্রেনটি (Special train between Kolkata and Agartala)।
আরও পড়ুন:জুলাইয়ে সাতদিন বন্ধ থাকবে ভারত-বাংলাদেশ রেল পরিষেবা
05627 ট্রেনের বুকিং শুরু আজ থেকে । এই ট্রেনের টিকিট রেলের পিআরএস সিস্টেম ও ইন্টারনেটের মাধ্যমে বুকিং করা সম্ভব হবে । মেল ও এক্সপ্রেস ট্রেনের টিকিটের দামের সমান রাখা হয়েছে এই স্পেশাল ট্রেনের টিকিটের দাম । পূর্ব রেল সূত্রে খবর, কোনও প্রকারের বিশেষ ছাড় ও তৎকালে টিকিট কাটার কোনও ব্যবস্থা এতে রাখা হয়নি ৷ অসংরক্ষিত আসনের পাশাপাশি এই ট্রেনে থাকবে বাতানুকূল ও স্লিপার কামরার ব্যবস্থাও ৷