পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শীতের মরশুমে উত্তরবঙ্গ ভ্রমণে বিশেষ পরিষেবা দেবে বন্দে ভারত, কতদিন পাবেন এই সুবিধা? - বন্দে ভারত

Vande Bharat Express: বিধ্বস্ত সিকিম বা হিমাচল নয়, শীতের মরশুমে ভ্রমণপিপাসুদের টানছে উত্তরবঙ্গ ৷ যাত্রী চাহিদার কথা মাথায় রেখে পূর্ব রেলের তরফে দেওয়া হচ্ছে স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা ৷ কতদিন পাবেন বিশেষ পরিষেবা, জেনে নিন ৷

Etv Bharat
উত্তরবঙ্গে ভ্রমণ! বিশেষ পরিষেবা দেবে বন্দে ভারত

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 6:20 PM IST

হাওড়া, 3 ডিসেম্বর: টো-টো কোম্পানিদের জন্য শীতের মরশুম বেড়াতে যাওয়ার জন্য সেরা সময় ৷ উত্তর থেকে দক্ষিণ, ব্যাগপত্তর গুছিয়ে প্রকৃতির টানে বেড়িয়ে পড়েন সকলেই ৷ তাই পর্যটকপ্রেমীদের স্বার্থে স্পেশাল বন্দে ভারত চালানোর উদ্যোগ নিল পূর্ব রেল ৷ হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে সাপ্তাহিক স্পেশাল বন্দে ভারত পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছে পূর্ব রেল ৷

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "সাপ্তাহিক বিশেষ পরিষেবার মাধ্যমে যাত্রীরা বর্ধিত বন্দে ভারতের সুবিধা নিতে পারবেন। হাওড়া এবং নিউ জলপাইগুড়ির মধ্যে যাত্রার সময়ে বিশেষ সুবিধা ও বিলাসিতা যাত্রীরা অনুভব করতে পারেন। পূর্ব রেল যাত্রীদের সন্তুষ্টি বাড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যাত্রী পরিষেবা প্রদানের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।"

শীতের মরশুমে বড়দিন ও নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দে অনেকেই ছুটি কাটাতে এদিক-ওদিক বেড়িয়ে পড়েন ৷ ভ্রমণ পিপাসুরা যারা পাহাড় ভালোবাসেন তাঁরা ছুটি কাটাতে দার্জিলিং-সহ বেছে নেন উত্তরবঙ্গকে ৷ সেই কারণেই যাত্রীদের অত্যাধিক চাহিদার কথা মাথায় রেখে ওই রুটে 6 ডিসেম্বর 2023 থেকে 31 জানুয়ারি 2024 পর্যন্ত প্রতি বুধবার হাওড়া থেকে বিশেষ বন্দে ভারত এক্সপ্রেস চালানো হবে।

ওই রুটে 02301/02302 হাওড়া-নিউ জলপাইগুড়ি (হাওড়া সাপ্তাহিক স্পেশাল) বন্দে ভারত প্রতি বুধবার যাত্রা করবে। এই নির্ধারিত সময়ে মোট 9টি ট্রিপ সম্পূর্ণ করবে বন্দে ভারত এক্সপ্রেস । জানা গিয়েছে, মোট 20 হাজার 304টি আসন সংরক্ষণের ব্যবস্থা করেছে পূর্ব রেল ৷ উল্লেখ্য, হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছতে শিলচর-কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সময় নেয় 11 ঘণ্টার মতো ৷

আবার কাজিরাঙা এক্সপ্রেস সময় নেয় 10 ঘণ্টার মতো ৷ সেখানে বন্দে ভারত এক্সপ্রেস 561 কিলোমিটার দূরত্ব সম্পূর্ণ করবে মাত্র সাড়ে সাত ঘণ্টায় ৷ অর্থাৎ বুধবার সকাল 5টা 55 মিনিটে বন্দে ভারতে চড়লে আপনি নিউ জলপাইগুড়ি পৌঁছে যাবেন দুপুর দেড়টার মধ্যে ৷

আরও পড়ুন:

1. আচমকা ছিটকে এগিয়ে গেল 3 বগি, 2 ভাগে ভাগ হল হাওড়াগামী চম্বল এক্সপ্রেস

2.আরও উন্নতমানের পরিষেবা মিলবে ট্রেনে, হাওড়া-পটনা বন্দেভারত সেজেছে একাধিক নয়া সরঞ্জামে

3.ট্রেনের কামরা নাকি বিলাসবহুল হোটেল ! বন্দে ভারত স্লিপারের নকশায় বিস্মিত দেশবাসী

ABOUT THE AUTHOR

...view details