হাওড়া, 22 নভেম্বর: টিকিট কাটার পরও তা কনফার্ম হবে কি না, তাই নিয়ে দুশ্চিন্তা থেকেই যায় যাত্রীদের। আর বিশেষ করে উৎসবের মরশুমে হঠাৎ করে টিকিট কাটলে তো কথাই নেই, এবার সেই মুশকিল আসান করল ভারতীয় রেল। ভারতীয় রেল যাত্রীদের নিশ্চিত টিকিট কেনার জন্য চালু করেছে 'সুবিধা ট্রেন'। দেশের মধ্যে এই ব্যবস্থা কিছু প্রিমিয়াম ট্রেনের জন্য 2015 সাল থেকে চালু হয়েছিল।
উৎসবের মরশুমে যাত্রীরাও আরএসিতে টিকিট কাটার থেকে মুক্তি পেতে চলেছেন। এখন আপৎকালীন পরিস্থিতিতে যাত্রীদের শেষ মুহূর্তে কনফার্ম টিকিটের ব্যবস্থা করে দেবে 'সুবিধা ট্রেন'। যাত্রীদের চাহিদা এবং টিকিটের যোগানের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি স্থিতিশীল ব্যবস্থা বজায় রাখার উদ্দেশ্যকে পূরণ করতেই এই ব্যবস্থা বলেই জানিয়েছে পূর্ব রেল। ইতিমধ্যেই পূর্ব রেল নিউ জলপাইগুড়ি-শিয়ালদা রুটে ও নিউ জলপাইগুড়ি-হাওড়া রুটে দুটি 'সুবিধা ট্রেন' চালু করেছে।
এই দু'টি ট্রেন থেকে ইতিমধ্যে যাত্রীদের টিকিট বাবদ যায় 2 কোটি 21 লক্ষ 15 হাজার 363 টাকা। এই দু'টি ট্রেনের যাত্রীধারণ ক্ষমতা 1 হাজার 378 জনের। যার আনুপাতিক টিকিট মূল্য 1 হাজার 607 টাকা। পূর্ব রেল আরও জানিয়েছে, যেখানে যাত্রীদের বিমানের ভাড়া বাবদ ওই রুটে 3 হাজার 200 টাকা দিতে হয়, সেখানে এই দু'টি 'সুবিধা স্পেশাল' বিশেষভাবে অর্থ সাশ্রয় করছে যাত্রীদের। রেল যাত্রীদের নূন্যতম মূল্যে এই পরিষেবা দেওয়া হচ্ছে ৷ এর পাশাপাশি রেল যাত্রী স্বাছন্দ ও সুরক্ষার প্রশ্নে কোনও আপোষ করছে না।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "ওই রুটের বিমান ভাড়ার তুলনাতে যাত্রী ভাড়া খুবই স্বল্প মূল্য রাখা হয়েছে। পাশাপাশি যাত্রী সুরক্ষা ও যাত্রার স্বাচ্ছন্দের বিষয়েও যথেষ্টই নজর দেওয়া হয়েছে ।"
আরও পড়ুন:
- ছটে দক্ষিণ পূর্ব রেলের বিশেষ পরিষেবা, চলবে একাধিক স্পেশাল ট্রেন
- বেনজির চাহিদা, ভোগান্তি রুখতে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল
- উত্তর-পূর্ব ভারতে সফর শুরু করছে 'ভারত গৌরব ট্রেন'