হাওড়া, 14 ফেব্রুয়ারি: যাত্রী ও পণ্য পরিবহণ বাবদ জানুয়ারি মাসে সর্বোচ্চ আয় করল পূর্ব রেল (Eastern Railway makes highest revenue) । এমনটাই জানা গিয়েছে রেল সূত্রে ৷ মুখ্য ব্যবস্থাপক অরুণ আরোরার নেতৃত্বেই জানুয়ারি মাসে সর্বোচ্চ আয়ের মাইলফলক ছুঁল পূর্ব রেল । যা কি না এখনও পর্যন্ত পূর্ব রেলের ইতিহাসে সর্বোচ্চ আয় বলেই জানানো হয়েছে । 2023 সালের জানুয়ারি মাসে যাত্রী পরিবহণে পূর্ব রেলের মোট আয় হয়েছে 297.97 কোটি টাকা । যার মধ্যে যাত্রী সংরক্ষিত ব্যবস্থাতে আয় হয়েছে 170.31 কোটি টাকা । এই পরিসংখ্যানটিও এখনও পর্যন্ত সর্বোচ্চ বলেই পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ।
সূত্রের খবর, 2020 সালের জানুয়ারি মাসে যাত্রী সংরক্ষিত ব্যবস্থা থেকে পূর্ব রেলের আয় হয়েছিল 132.22 কোটি টাকা । এছাড়াও 2020 সালে যাত্রী পরিবহণ বাবদ এই আয় ছিল 245.14 কোটি টাকা । পণ্য পরিবহণের ক্ষেত্রে 2023 সালের জানুয়ারি মাসে আয় হয়েছে 613.04 কোটি টাকা । যেখানে 2020 সালের জানুয়ারিতে এই বাবদ আয় ছিল 536.83কোটি টাকা (passenger and goods transportation) ।