পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Train Cancellation List: পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল, দেখে নিন তালিকা - ট্রেন বাতিল

বর্ধমানে রেল লাইনে গার্ডার মেরামতির জন্য একাধিক ট্রেন বাতিল (Eastern Railway cancels various trains) ৷ পূর্ব রেলের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে ৷ 9 ফেব্রুয়ারি থেকে এই রুটে ট্রেনগুলি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ দেখে নিন তালিকায় রয়েছে কোন কোন ট্রেনগুলি ৷

Train Cancel
ট্রেন বাতিল

By

Published : Feb 7, 2023, 10:43 AM IST

হাওড়া, 7 ফেব্রুয়ারি:সপ্তাহের শুরুতেই নিত্যযাত্রীরা ভোগান্তির শিকার হতে চলেছে ৷ কারণ পূর্ব রেলের তরফে বাতিল করা হল একাধিক ট্রেন ৷ বর্ধমানের কাছে ট্রাফিক এবং পাওয়ার ব্লক-সহ ট্রেন বাতিল ও নিয়ন্ত্রণের পরিকল্পনা করা হয়েছে । বর্ধমানে রেল লাইনে কাজের জন্য পূর্ব রেলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর । 9 ফেব্রুয়ারি থেকে ট্রেনগুলি বাতিল করা হয়েছে । বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর 1 এবং 2 আপ কর্ড, হাওড়ার আপ মেন লাইনে গার্ডার ভেঙে ফেলার জন্য বর্ধমান বিভাগে রেল পরিষেবা বিঘ্নিত হওয়ার আশংকা প্রকাশ করেছে পূর্ব রেল । 9 ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): সব ইএমইউ লোকাল (হাওড়া-বর্ধমান-হাওড়া এবং ব্যান্ডেল-বর্ধমান-ব্যান্ডেল) বাতিল করা হয়েছে ।

বৃহস্পতিবার বাতিল হওয়া ট্রেনের তালিকা (Train Cancellation List)

হাওড়া থেকে বর্ধমান আপ ট্রেন:

  • 12337 হাওড়া - বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস
  • 12345 হাওড়া - গুয়াহাটি সারাইঘাট এক্সপ্রেস
  • 13015 হাওড়া - জামালপুর কবি গুরু এক্সপ্রেস
  • 13045 হাওড়া - দুমকা ময়ূরক্ষী এক্সপ্রেস
  • 22321 হাওড়া - সিউড়ি হুল এক্সপ্রেস
  • 12339 হাওড়া - ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস
  • 13031 হাওড়া - জয়নগর এক্সপ্রেস
  • 22912 হাওড়া - ইন্দর শিপ্রা এক্সপ্রেস
  • 12347 হাওড়া - রামপুরহাট শহিদ এক্সপ্রেস
  • 12341 হাওড়া - আসানসোল অগ্নিবীনা এক্সপ্রেস
  • 22387 হাওড়া - ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস
  • 13005 হাওড়া - অমৃতসর মেল
  • 13503 বর্ধমান - হাতিয়া মেমু এক্সপ্রেস
  • 12333 হাওড়া - প্রয়াগরাজ রামবাগ বিভূতি এক্সপ্রেস
  • 11448 হাওড়া - জাবালপুর এক্সপ্রেস
  • 13023 হাওড়া - গয়া এক্সপ্রেস
  • 12019 হাওড়া - রাঁচি শতাব্দী এক্সপ্রেস
  • 12351 হাওড়া - রাজেন্দ্রনগর এক্সপ্রেস
  • 12381 হাওড়া - নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস
  • 13009 হাওড়া - দেরাদুন এক্সপ্রেস
  • 12023 হাওড়া - পটনা জন শতাব্দী এক্সপ্রেস
  • 13071 হাওড়া - জামালপুর এক্সপ্রেস
  • 12041 হাওড়া - নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস
  • 13011 হাওড়া - মালদা ইন্টারসিটি এক্সপ্রেস
  • 13021 হাওড়া - রক্সৌল মিথিলা এক্সপ্রেস

শিয়ালদা থেকে বাতিল ট্রেনের তালিকা:

  • 12325 কলকাতা - নাঙ্গালদাম এক্সপ্রেস
  • 19607 কলকাতা - মাদার এক্সপ্রেস
  • 13151 কলকাতা - জুম্মু তাওয়াই এক্সপ্রেস
  • 13161 কলকাতা - বালুরঘাট তেভাগা এক্সপ্রেস
  • 03111 শিয়ালদা - গোড্ডা প্যাসেঞ্জার
  • 12315 কলকাতা - উদয়পুর সিটি এক্সপ্রেস
  • 13187 শিয়ালদা - রামপুরহাট মা তারা এক্সপ্রেস
  • 15047 কলকাতা - গোরাখপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস
  • 13105 শিয়ালদা - বলিয়া এক্সপ্রেস
  • 12383 শিয়ালদা - আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস
  • 15233 কলকাতা - দ্বারভাঙ্গা এক্সপ্রেস
  • 13179 শিয়ালদা - সিউড়ি মেমু এক্সপ্রেস
  • 13167 কলকাতা - আগ্রা ক্যান্টটমেন্ট সাপ্তাহিক এক্সপ্রেস
  • 13185 শিয়ালদা - জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস
  • 13147 শিয়ালদা - বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস
  • 12359 কলকাতা - পটনা গরিব রথ এক্সপ্রেস

হাওড়া থেকে ডাউন লাইনে বাতিল হওয়া ট্রেনের তালিকা:

  • 12338 বোলপুর - হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস
  • 13030 মোকামা - হাওড়া এক্সপ্রেস
  • 13016 জামালপুর - হাওড়া কবি গুরু এক্সপ্রেস
  • 12029 রাঁচি - হাওড়া শতাব্দী এক্সপ্রেস
  • 22322 সিউড়ি - হাওড়া হুল এক্সপ্রেস
  • 12042 নিউ জলপাইগুড়ি - হাওড়া এক্সপ্রেস
  • 12348 রামপুরহাট - হাওড়া শহিদ এক্সপ্রেস
  • 12024 পাটনা - হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস

শিয়ালদা পর্যন্ত ট্রেন:

  • 03112 গোড্ডা - শিয়ালদা প্যাসেঞ্জার
  • 12344 আসানসোল - শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস
  • 13188 রামপুরহাট - শিয়ালদা মা তারা এক্সপ্রেস

9 ফেব্রুয়ারি ঘুরপথে চলবে যে ডাউন ট্রেনগুলি:

  • 13054 রাধিকাপুর - হাওড়া কুলিক এক্সপ্রেস নিউ ফারাক্কা - আজিমগঞ্জ - কাটোয়া - ব্যান্ডেল
    আজিমগঞ্জ , কাটোয়া এবং ব্যান্ডেল স্টেশনে দাঁড়াবে ।
  • 13018 আজিমগঞ্জ - হাওড়া গনদেবতা এক্সপ্রেস আজিমগঞ্জ - কাটোয়া - ব্যান্ডেল আজিমগঞ্জ, কাটোয়া এবং ব্যান্ডেল স্টেশনে দাঁড়াবে ।

আপ লাইনে

  • 13053 হাওড়া - রাধিকাপুর কুলিক এক্সপ্রেস ব্যান্ডেল - কাটোয়া - আজিমগঞ্জ - নিউ
    ফারাক্কা ব্যান্ডেল, কাটোয়া এবং আজিমগঞ্জ স্টেশনে দাঁড়াবে ।
  • 12363 কলকাতা - হলদিবাড়ি এসএফ এক্সপ্রেস ব্যান্ডেল - কাটোয়া - আজিমগঞ্জ - নিউ ফারাক্কা ব্যান্ডেল , কাটোয়া এবং আজিমগঞ্জ স্টেশনে দাঁড়াবে ।
  • 13173 শিয়ালদা - আগরতলা কাঞ্চযুঙ্গা এক্সপ্রেস ব্যান্ডেল - কাটোয়া - আজিমগঞ্জ - নিউ ফারাক্কা, ব্যান্ডেল, কাটোয়া এবং আজিমগঞ্জ স্টেশনে দাঁড়াবে ।
  • 12343 শিয়ালদা - দার্জিলিং মেল ব্যান্ডেল - কাটোয়া - আজিমগঞ্জ - নিউ ফারাক্কা ব্যান্ডেল , কাটোয়া এবং আজিমগঞ্জ স্টেশনে দাঁড়াবে ।
  • 13149 শিয়ালদা - আলিপুরদুয়ার জংশন কাঞ্চন কন্যা এক্সপ্রেস ব্যান্ডেল - কাটোয়া - আজিমগঞ্জ - নিউ ফারাক্কা ব্যান্ডেল, কাটোয়া এবং আজিমগঞ্জ স্টেশনে দাঁড়াবে ।

9 ফেব্রুয়ারি স্পেশাল ইএমইউ লোকাল সার্ভিস যাত্রীদের সুবিধার জন্য হাওড়া, শক্তিগড়, হাওড়া এবং মশাগ্রাম হাওড়া – শক্তিগড় ইএমইউ স্পেশাল হাওড়া থেকে ভোর 5টা, 6টা, 9টা , 10:05 মিনিট, দুপুর 12:30 মিনিট, 2:20 মিনিট, 3:40 মিনিট, বিকেল 4:45 মিনিট, 5টা ও 5:35 মিনিটে ছাড়বে । ট্রেনগুলি শক্তিগড় পৌঁছবে যথাক্রমে সকাল 7টা, 8টা, 11টা, বেলায় 12:05 মিনিট, দুপুর 2:30 মিনিট, বিকেল 4:20 মিনিট, 5:40 মিনিট, সন্ধ্যা 6:45 মিনিট, 7টায় ও 7:35 মিনিটে ।

শক্তিগড় – হাওড়া ইএমইউ স্পেশাল শক্তিগড় ছাড়বে ভোর 4:20 মিনিট, 6:30 মিনিট, 7:10 মিনিট, 7:50 মিনিট, 8:35 মিনিট, 9টা, 10:13 মিনিট, 11:35 মিনিট, দুপুর 1:40 মিনিট, 3:15 মিনিটে । ট্রেনগুলো যথাক্রমে হাওড়া পৌঁছবে ভোর 6:30মিনিট, 8:40মিনিট, 9:20 মিনিট, 10টা, 10:45 মিনিট, 11টা, বেলা 12:22 মিনিট, দুপুর 1:45 মিনিট, 3:50 মিনিট, বিকেল 5:25 মিনিটে ।

হাওড়া – মশাগ্রাম ইএমইউ স্পেশাল হাওড়া থেকে ছাড়বে সকাল 6:10 মিনিট, 8:25 মিনিট, 9:30 মিনিট, 10:15 মিনিট, দুপুর 12:05 মিনিট, 1:32 মিনিট, 2:45 মিনিট, 3:35 মিনিটে । ট্রেনগুলো মশাগ্রাম পৌঁছবে যথাক্রমে সকাল 8:10 মিনিটে, 10:25 মিনিটে, 11:30 মিনিটে, 12:15 মিনিটে, দুপুর 2:05 মিনিটে, 3:32 মিনিটে, বিকেল 4:45 মিনিটে, 5:35 মিনিটে, 7:27 মিনিটে, 7:35 মিনিটে ।

মশাগ্রাম – হাওড়া ইএমইউ স্পেশাল মশাগ্রাম থেকে ছাড়বে সকাল 4:10 মিনিট, 6:05 মিনিট, 7:10 মিনিট, 7:40 মিনিট, 8:33 মিনিট, 9:40 মিনিট, 11:30 মিনিট, 12:14 মিনিট, দুপুর 2:42 মিনিট এবং বিকেল 5:14 মিনিটে । হাওড়া স্টেশনে ট্রেনগুলি যথাক্রমে পৌঁছবে সকাল 6:10 মিনিটে, 8:05 মিনিটে, 9:10 মিনিটে, 9:40 মিনিটে, 10:33 মিনিটে, 11:40 মিনিটে, দুপুর 1:30 মিনিটে, 2:14 মিনিটে, বিকেল 4:42 মিনিটে, 7:14 মিনিটে ।

আরও পড়ুন:চলছে বর্ধমান জংশনের ওভারব্রিজ ভাঙার কাজ, বাতিল পূর্বরেলের বহু ট্রেন

ABOUT THE AUTHOR

...view details