হাওড়া-পুরী রুটে স্পেশাল বন্দে ভারত ট্রেন চালাবে পূর্ব রেল হাওড়া, 9 জানুয়ারি: জানুয়ারি মাসে হাওড়া থেকে পুরী স্পেশাল বন্দে ভারত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল । এই ট্রেনের মাধ্যমে 6768টি আসন যাত্রীদের জন্য তৈরি করা হয়েছে। চলতি মাসের 11 থেকে 25 তারিখ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার স্পেশাল বন্দে ভারত চালানো হবে ৷ ওই রুটে তিনটি ট্রিপ সম্পুর্ণ করবে এই স্পেশাল ট্রেনটি ।
বাঙালির কাছে পুরী কখনও পুরনো হয় না ৷ যে কোনও মরশুমে পুরীতে পর্যটকদের ঢল নামে ৷ যার মধ্যে অধিকাংশই যান বাংলা থেকে ৷ আর শীতের সময় এখানে উপচে পড়ে ভিড় ৷ তাই এই স্পেশাল অত্যাধুনিক ট্রেনের মাধ্যমে যাত্রীরা যাতে তাঁদের কাঙ্ক্ষিত গন্তব্যে সহজেই পৌঁছে যেতে পারেন, সে জন্যই এই সময়ে হাওড়া-পুরী স্পেশাল বন্দে ভারত ট্রেন সফর শুরু করার পরিকল্পনা করেছে বলে জানিয়েছে পূর্ব রেল । বন্দে ভারত ট্রেনের আধুনিক সুযোগ-সুবিধা এবং স্বতন্ত্র্য ডিজাইনের জন্য ইতিমধ্যেই এই ট্রেন জনপ্রিয় হয়েছে ৷
এই বিশেষ ট্রেনের দিনক্ষণ...
02311 হাওড়া-পুরী বন্দে ভারত স্পেশাল হাওড়া থেকে সকাল 6টা 10 মিনিটে ছেড়ে ওই দিনই দুপুর 12টা 35 মিনিটে পুরী পৌঁছবে ৷
02312 পুরী-হাওড়া বন্দে ভারত স্পেশাল পুরী থেকে দুপুর 1টা 50 মিনিটে ছেড়ে ওই দিনই রাত 8টা 30 মিনিটে হাওড়া স্টেশন পৌঁছবে ।
এই স্পেশাল ট্রেনটি খড়্গপুর, বালাসোর, ভদ্রক, জাজপুর, কেওনঝর রোড,কটক, ভুবনেশ্বর, খুরদা রোড স্টেশনে দাঁড়াবে । এই ট্রেন 6768 জন যাত্রীকে পরিষেবা দেবে বলেই পূর্ব রেল জানিয়েছে । ট্রেনটিতে 12টি বাতানুকূল এবং দুটি এক্সিকিউটিভ চেয়ার কার কামরা থাকবে । 02311 হাওড়া-পুরী বন্দে ভারতের ট্রেনের টিকিট রেলের পিআরএস ও ইন্টারনেট থেকে সংগ্রহ করা যাবে ।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, " আমরা শীতের মরশুমে বাংলার ভ্রমণ উত্সাহীদের জন্য এই বিশেষ ট্রেনটিকে উৎসর্গ করেছি । তাছাড়া, আমি আশাবাদী যে এই উদ্যোগটি একটি সুবিধাজনক এবং আনন্দদায়ক ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করবে ।"
আরও পড়ুন:
- হাওড়া স্টেশনে বন্দে ভারতের প্রথম বার্ষিকী পালন পূর্ব রেলের
- দিল্লি-বারাণসী দ্বিতীয় বন্দে ভারতের উদ্বোধন মোদির, অত্যাধুনিক গেরুয়া ট্রেনের সফর শুরু
- শীতের মরশুমে উত্তরবঙ্গ ভ্রমণে বিশেষ পরিষেবা দেবে বন্দে ভারত, কতদিন পাবেন এই সুবিধা?