পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অকাল বৃষ্টিতে ক্ষতির মুখে হাওড়ার পান চাষিরা - affected

দু'দিনের ঝড় বৃষ্টির জেরে ভেঙে গেছে অনেক পানের বরজ। কোথাও বৃষ্টিতে ঝড়ে গিয়ে নষ্ট হয়েছে পান পাতা, আবার অনেক পাতার গায়ে কালো দাগ পড়ে গেছে। ফলে ক্ষতির মুখে পড়েছেন পান চাষিরা।

ক্ষতির মুখে হাওড়ার পান চাষিরা

By

Published : Feb 28, 2019, 11:50 AM IST

Updated : Feb 28, 2019, 1:54 PM IST

হাওড়া, ২৮ ফেব্রুয়ারি : অকাল ঝড়-বৃষ্টিতে চরম ক্ষতির মুখে পড়েছে হাওড়ার উলুবেড়িয়া মহকুমার বিস্তীর্ণ এলাকার পান চাষ। দু'দিনের ঝড় বৃষ্টির জেরে ভেঙে গেছে অনেক পানের বরজ। কোথাও বৃষ্টিতে ঝড়ে গিয়ে নষ্ট হয়েছে পান পাতা, আবার অনেক পাতার গায়ে কালো দাগ পড়ে গেছে। ফলে ক্ষতির মুখে পড়েছেন পান চাষিরা।

গ্রামীণ হাওড়ার বাসুদেবপুর, তুলসিবেড়িয়া, জোয়ারগড়ি, বানিবন, খলিশানি, বহিরা, মানিকপীর, বাগনান, শ্যামপুরসহ বিস্তীর্ণ এলাকায় পান চাষ করে জীবিকা নির্বাহ করে কয়েক হাজার চাষি পরিবার। খলিশানি, মনসাতলা, রানিহাটি ও হাওড়ার পান মার্কেটে বসে পানের পাইকারি বাজার। পান কিনতে এখানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে পাইকারি ব্যবসায়ীরা আসেন। সপ্তাহের তিন দিন সোমবার, বুধবার ও শুক্রবার সুদূর বাংলাদেশ থেকেও পাইকারি ব্যবসায়ীরা পান কিনতে আসেন। তাই সপ্তাহের এই তিনদিন বিক্রিও খুব ভালো হয়। কিন্তু অসময়ের এই ঝড় বৃষ্টির ফলে ব্যাপক ক্ষতি হয়েছে পানের।

ভিডিয়োয় শুনুন পান চাষির বক্তব্য

পান চাষি গুলিরাম কাঁড়ার বলেন, "দু'দিনের ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে পান চাষের। সেই ক্ষতিপূরণ সরকার দিতে পারবে না।" আর এক ফুল চাষি সুভাষ ভুঁইঞা বলেন, "ঝড়ের ফলে ভেঙে তছনছ হয়ে গিয়েছে বরজ। ভাঙা বরজ ঠিক করে কবে আবার নতুন করে পান চাষ করতে পারব, সেই অপেক্ষায় থাকতে হবে।"

Last Updated : Feb 28, 2019, 1:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details